Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে ৬০ হাজারের দোরগোড়ায় পৌঁছাল করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায়  নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে…

Avatar

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায়  নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২০ জন। দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত একদিনে মৃত্যু হয়েছে ৯৫ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৯৮১ জনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত বেশ কয়েকদিন ধরে ভারতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করছে।

তবে সুস্থ হয়েছেন মোট ১৭ হাজার ৮৪৭ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের দোরগোড়ায়। মহারাষ্ট্রে দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। মোট ১৯ হাজার ৬৩ জন মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে। প্রত্যেক রাজ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ত্রিপুরাতে আক্রান্তের সংখ্যা আবার বেড়ে ১১৮-তে দাঁড়িয়েছে। বাংলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭৮ জন। মোট মৃত্যু হয়েছে ১৬০ জনের। আর সুস্থ হয়েছেন ৩৬৪ জন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লব আগারওয়াল জানিয়েছেন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক হতে পারে জুন ও জুলাই মাসে যদি নিয়মকানুন ঠিক মতো পালন করা হয়। এছাড়া এইমস ডিরেক্টর ড. রণদীপ গুলেরিয়াও সেই একই কথা জানিয়েছেন। ভারতে আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। তবে এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার।

About Author