Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে করোনাতে আক্রান্তের সংখ্যা ৬০৬, আজ নতুন করে ৮৭ জনের রিপোর্ট পজিটিভ

সারা দেশজুড়ে লকডাউন। লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর কাছে বিনীত আবেদন করেছেন ঘরে থাকার জন্য। তবে ভারতে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা…

Avatar

সারা দেশজুড়ে লকডাউন। লকডাউন চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর কাছে বিনীত আবেদন করেছেন ঘরে থাকার জন্য। তবে ভারতে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬-তে। যার মধ্যে ৪৩ জন বিদেশি নাগরিক ও আছেন। মৃতের সংখ্যা ১৪-তে এসে পৌঁছেছে। যার মধ্যে ২ জন বিদেশি ছিলেন। তবে ৪৩ জনের সুস্থ হবার ও খবর পাওয়া গেছে।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২৮, যার মধ্যে আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। মৃত্যু হয়েছে ৩জনের। কেরলে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। আজ ১৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ জনের। পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়নি। এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু ঘটেছে। আজ সারা ভারতবর্ষে নতুন করে ৮৭ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া অন্যান্য  রাজ্যেও আক্রান্ত হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সারা বিশ্বে করোনাতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯,৬৩০ জনের। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪,৩৬,০২৪ জন। তবে সুস্থ হয়েছেন ১,১১,৮৭৮ জন। সবথেকে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। ইতালিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮২০ জনের, যা চীনের থেকে দ্বিগুনের ও বেশি। তবে এবার স্পেনেও আক্রান্তের হার ক্রমাগত বাড়ছে।  বিশেষজ্ঞদের মতে, এরকম পরিস্থিতিতে নিয়ম না মেনে চললে আরও বড়ো বিপদের সম্মুখীন হবে গোটা দেশ সহ গোটা পৃথিবী।

About Author