Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্মার্ট কার্ডে মিলবে নাগরিক পরিচয়! দেশজুড়ে চালু হতে চলেছে কেন্দ্রের নয়া উদ্যোগ

বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে ফের তীব্র আলোচনায় দেশ। ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় যেমন জোরদার অভিযান চলছে, তেমনই প্রশ্ন উঠছে— ভারতের বৈধ নাগরিক কারা এবং কীভাবে তা প্রমাণ হবে?…

Avatar

বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে ফের তীব্র আলোচনায় দেশ। ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় যেমন জোরদার অভিযান চলছে, তেমনই প্রশ্ন উঠছে— ভারতের বৈধ নাগরিক কারা এবং কীভাবে তা প্রমাণ হবে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, ভোটার কার্ড বা আধার কার্ড কোনোটিই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না।

কোন নথি নাগরিকত্ব প্রমাণ করবে?

সরকারি সূত্রে জানা গিয়েছে, জন্ম সনদ (Birth Certificate) এবং পাসপোর্টই হল ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ। কিন্তু বাস্তব পরিস্থিতি হল— দেশের একটি বড় অংশের মানুষের কাছেই এই দুটি নথি নেই। এই অবস্থায় কি তাঁরা বৈধ নাগরিক নন? এই ধোঁয়াশাই এখন জনমনে বিভ্রান্তি বাড়াচ্ছে।

স্মার্ট সিটিজেনশিপ কার্ডের সম্ভাবনা

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন— কেন্দ্রীয় সরকার এবার দেশে ‘স্মার্ট সিটিজেনশিপ কার্ড’ চালুর দিকে এগোচ্ছে। সূত্রের খবর, জাতীয় নাগরিক নিবন্ধন (NRC) এবং জনগণনার প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কার্ড ইস্যু হতে পারে। এই কার্ড শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদের দেওয়া হবে।আগেও এ ধরনের কার্ড চালুর আলোচনা হয়েছিল। কিন্তু এবার বিষয়টি সংসদে আনুষ্ঠানিকভাবে উঠেছে। তৃণমূল সাংসদ মালা রায় সংসদে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়— সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, প্রত্যেক নাগরিককে নথিভুক্ত করার এবং সবার জন্য বাধ্যতামূলক সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রের রয়েছে। অর্থাৎ, ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করা নিয়ে সরকারের ভাবনা কার্যত নিশ্চিত।

ভোটের আগে রাজনৈতিক গুরুত্ব

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈধ নাগরিকত্ব প্রমাণে নতুন কার্ড চালুর উদ্যোগ ভোটার তালিকা পরিষ্কার করা এবং বেআইনি ভোট প্রতিরোধে সহায়ক হতে পারে। তবে প্রক্রিয়া ও নীতিমালা নিয়ে সরকারি চূড়ান্ত ঘোষণার অপেক্ষা চলছে।
About Author