লটারির নামে প্রতারণা করছে পাকিস্তান চক্র। এমনটাই জানাচ্ছেন পুলিশ। সিআইডির তরফ থেকে রাজ্যবাসীকে সতর্ক করা হচ্ছে এই চক্র সম্পর্কে। সিআইডি সেই কারণে চালু করলো নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে পুলিশের সাহায্য। হেল্প লাইন ২৪৪৮৭ বা ০৩৩২৪৪৯০২৫৩ ।
প্রায়ই ফোনে হয়তো মেসেজ বা কল আসে আপনি লাকি ড্র তে মোটা টাকার পুরস্কার জিতেছেন। অনেকেই এই ফোনের ফাঁদে পড়েছেন। কিছু টাকা দিলেই আপনার অ্যাকাউন্টে পুরস্কারের টাকা পাঠিয়ে দেওয়া হবে, এমন ফোন পেলে সেই ফাঁদে পা দেবেন না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএসব ফোন গুলির নম্বর শুরু হয় ০০৯২ বা +৯২ দিয়ে। এই প্রতারকরা অনেক সময় হোয়াটসঅ্যাপেও কল করে। পুলিশ জানাচ্ছেন এরকম ফাঁদে পা দেবেন না।
সিআইডি সূত্রে জানানো হচ্ছে এরকম এক প্রতারক এর ফাঁদে পা দিয়েছিলেন মেদিনীপুরের এগরার এক বাসিন্দা। অনেক সময় আবার প্রতারকরা মিসড কল দেয়। কল ব্যাক করলেই তারা পুরস্কারের টোপ দেয়।
প্রথমে বলা হয়, ব্যাংক অ্যকাউন্টে কিছু টাকা জমা দিলে পুরস্কারের টাকা পাওয়া যাবে। টাকা পাঠানোর পর কোনো পুরস্কারের টাকা তো দেয়ই না বরং আপনার অ্যাকাউন্টের তথ্য জেনে যা টাকা ছিল সমস্ত তারা হ্যাক করে তুলে নেয়। পুলিশি তদন্ত করে জানা গেছে এই চক্র রয়েছে পাকিস্তানে। এই চক্র গুলিকে নিয়ন্ত্রণ করছে পাকিস্তানের আইএসআই।
সিআইডি তরফ থেকে জানানো হচ্ছে যদি কারোর কাছে এরকম ফোন আসে, তাহলে প্রতারণায় পা না দিয়ে হেল্পলাইন নম্বরে ফোন করুন।