ভারতে এবারে আসছে বুলেট ট্রেন। আর এই বুলেট ট্রেন নিয়ে এবারে বড়ো ঘোষণা করলে দিলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়ে দিলেন, ভারতে কবে থেকে চলবে বুলেট ট্রেন। দিন দুয়েক আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। মোষের ধাক্কায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনের অংশ ভেঙে যায়। তবে এই নিয়ে এবারে নিজের মত জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন, এই ট্রেনটি সারিয়ে আবারো ছুটবে। এই ট্রেনের এমন কোনো ক্ষতি হয়নি।
রেলমন্ত্রী এদিন বললেন, বুলেট ট্রেন ডিজাইনিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। এমনকি, স্টেশনগুলিকে বিশ্বমানের করার কাজ চলছে ইতিমধ্যেই। রেলমন্ত্রী এদিন বলছেন, ২০২৬ সাল থেকে ভারতে চলবে বুলেট ট্রেন। কাজ চলছে অত্যন্ত দ্রুতগতিতে। আর মাত্র ৪ বছরের মধ্যেই এই বুলেট ট্রেন ছোটার মত পরিস্থিতি তৈরি করা হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃহস্পতিবার মুম্বাই থেকে গান্ধিনগরগামি বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। ট্রেনের সামনের অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ট্রেনের বিশেষ ক্ষতি হয়নি। বটওয়া থেকে মনিনগরের মাঝে একটি মোষকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। তারপরেই এই ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তারপরে সেই ট্রেনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে।