Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০২৪ বাজেটে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প নিয়ে বিরাট সুখবর পেতে চলেছ ভারতবাসী, এই বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনহিত কল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হল "আয়ুষ্মান ভারত"। বর্তমানে এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন। এই প্রকল্পের অধীনে…

Avatar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনহিত কল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্পটি হল “আয়ুষ্মান ভারত”। বর্তমানে এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি পরিবার বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে থাকেন। এই প্রকল্পের অধীনে দেশের কোটি কোটি মানুষ বর্তমানে নিজেদের চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করছেন। তবে “আয়ুষ্মান ভারত” প্রকল্প নিয়ে এবার বিরাট পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার। জানা যাচ্ছে, ২০২৪ বাজেটে এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করতে পারে মোদি সরকার।

আমরা আপনাদের বলে রাখি, এই মুহূর্তে ভারতের বেশ কয়েকটি রাজ্যে সর্বমোট ২৫.২১ কোটির বেশি মানুষ “আয়ুষ্মান ভারত” প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এবং তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হাতে পেয়েছেন। আপনি জানলে অবাক হবেন, বিগত বেশ কয়েক বছর ধরে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা নিয়ে ৫ .৬৮ কোটির বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, “আয়ুষ্মান ভারত” প্রকল্পটি ২৩শে সেপ্টেম্বর ২০১৮ সালে সর্বজনীন স্বাস্থ্য কভারেজের জন্য “জাতীয় স্বাস্থ্য নীতি-২০১৭”-এর অধীনে চালু করা হয়েছিল। “আয়ুষ্মান ভারত” প্রকল্পের অধীনে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য ২৬,৬১৭টি হাসপাতালের একটি নেটওয়ার্ক তালিকাভুক্ত করা হয়েছে। যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন সাধারণ নাগরিকরা। কেন্দ্রীয় এক সংস্থার তরফে দাবি করা হয়েছে, ২০২৪ সালের বাজেটে “আয়ুষ্মান ভারত” প্রকল্পের বীমা কভারেজ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।

কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন?
১. প্রথমে আয়ুষ্মান ভারত ওয়েবসাইট mera.pmjay.gov.in-এ লগইন করুন।
২. এরপর রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নম্বর এবং স্ক্রিনে ভেসে থাকা ক্যাপচাটি ব্যবহার করুন।
৩. আপনি যে রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যের নাম নির্বাচন করুন।
৪. এরপর যোগ্যতার মানদণ্ড হিসেবে আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং রেশন কার্ড নম্বর ইনপুট করুন।
৫. আপনার নাম স্ক্রিনে ভেসে উঠলে ফ্যামিলি মেম্বার্স ট্যাবে ক্লিক করে পরিবারের সবার নাম অন্তর্ভুক্ত করুন। এরপর নির্ধারিত ওয়েব পেজটি সাবমিট করে বাড়িতে বসে “আয়ুষ্মান ভারত” প্রকল্পে নিজের নাম নতিভুক্ত করুন।

About Author