দিল্লি : আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন নাম ফিরোজ-শাহ-কোটলা) প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতি শুরু করল ভারত। গতকালকেই সফরকারী বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করে দেয়। তাদের কিছু কিছু খেলোয়াড়কে দূষণের জন্য মুখে মাস্ক পরেও প্রস্তুতিতে দেখা যায়।
আজ ভারতীয় দলের প্রস্তুতির খবর বিসিসিআই টুইট করে জানিয়ে দেয়। যদিও ভারতীয় দলের কাউকে মুখে মাস্ক পরে দেখা যায়নি। বিসিসিআই আগেই জানিয়েছিল যে দূষনের জন্য দুটি দলকেই আউটডোর এর বদলে ইনডোর প্র্যাকটিস বেশি করতে বলা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদিল্লিতে দূষণের মাত্রা কমার কোন লক্ষনই নেই তার বদলে বেড়েই চলেছে। আজ দুপুরেও কয়েকটি জায়গায় বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৪০০ এর কাছাকাছি দেখা যায় যা স্বাভাবিকের থেকে প্রায় দ্বিগুণ।