Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টসে জিতে প্রথম ব্যাট করবে ভারত, দেখুন কারা কারা আছেন দলে

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর হবে কিছুক্ষনের মধ্যেই। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ভারত তাদের আগের টেস্টে পরাজয় পর এই টেস্টে দুর্দান্ত কামব্যাক করবে এমনটাই…

Avatar

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর হবে কিছুক্ষনের মধ্যেই। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ভারত তাদের আগের টেস্টে পরাজয় পর এই টেস্টে দুর্দান্ত কামব্যাক করবে এমনটাই আশা করছে সমর্থকরা।দলে নতুন মুখ হিসেবে থাকছেন আক্সার প্যাটেল কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ। ২য় টেস্ট চলবে ১৭ই ফেব্রুয়ারী অবধি।

ভারত তাদের আগের টেস্টে পরাজয় পর এই টেস্টে দুর্দান্ত কামব্যাক করবে এমনটাই আশা করছে সমর্থকরা।ঘরের মাঠে অনুকূল পরিবেশ শর্তেও, বিরাট কোহলির নেতৃত্বাধীন দল প্রথম টেস্টে ২২৭ রানে পরাজয় স্বীকার করে। তবে ঋশভ পন্থ তাঁর ব্যাটিং এর মাধ্যমে ঝড় তুলেছেন। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক বিরাট ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সাথে পুজারা এবং গিল ছিলেন দলের স্তম্ভ। বোলিং এ রবিচন্দ্রন আশ্বিন মোট ৯ টি উইকেট নিয়েছিলেন। আশা করা যায় এই টেস্টেও তাঁর ফর্ম বজায় থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড দল আরও বেশি আত্মবিশ্বাসের সাথে মাঠে নামতে চলেছে।ক্যাপ্টেন জো রুট আগের বার ২০০ রানের গন্ডি পেরোন। সাথে সাথে তৈরি করেন বেশ কিছু নজিরবিহীন রেকর্ড। ব্যাটিং এর দায়িত্ব তিনি একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বোলিং বিভাগে ডমিনিক বেস, জ্যাক লিচ, এবং জেমস এন্ডারসন খুব ভাল পারফরমেন্স করেছেন। এই ম্যাচেও তাঁরা ছন্দ বজায় রাখতে চাইবেন।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(C), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ(WK), আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ডের প্রথম একাদশ: রোরি বার্নস, ডমিনিক সিবিলি, ড্যানিয়েল লরেন্স, জো রুট(C), বেন স্টোকস, অলি পোপ, বেন ফোকস(WK), মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, অলি স্টোন।

About Author