ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, যার ফলে দুশ্চিন্তার ভাজ পড়েছে নানান মহলে। করোনা ভাইরাস নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে। যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাস ও ট্রেন পরিষেবা স্থগিত রাখল ভারত। জানা গিয়েছে, এই স্থগিতাদেশ বহাল থাকবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। গত ১৩ মার্চ থেকে উত্তর ২৪ পরগণার পেট্রোপোল সীমান্তের স্থলপথ দিয়ে কোনো যাত্রীকে যাতায়াত করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিবহন দফতর।
এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রন্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০। কর্ণাটকের ৭৬ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে কোভিড-১৯ এর নমুনা পাওয়া যায়। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দিল্লির জনকপুরের বাসিন্দা ৬৯ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের ফলে। যার ফলে ভারতে কোভিড-১৯ এর ফলে মৃত্যু বেড়ে হয়েছে ২।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : স্পেনের পর আমেরিকা, করোনা আটকাতে জারি জাতীয় জরুরি অবস্থা
অপরদিকে বাংলাদেশ বৃহস্পতিবার থেকেই ভারতের সঙ্গে রেল পরিষেবা, নৌ এবং সড়ক পথে যাতায়াত স্থগিত রেখেছে। ১৩ মার্চ থেকে সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রাপোল সীমান্তের স্থল বন্দর। ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় এই স্থল বন্দর৷