Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা পরীক্ষা বাড়ালে আমেরিকাকে ছাপিয়ে যাবে চিন ও ভারত : মার্কিন প্রেসিডেন্ট

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, করোনার আতুর ঘর চিন এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতে করোনা ভাইরাসের পরীক্ষা বাড়ানো হলে সেখানে যা আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে তা আমেরিকাকে…

Avatar

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, করোনার আতুর ঘর চিন এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতে করোনা ভাইরাসের পরীক্ষা বাড়ানো হলে সেখানে যা আক্রান্তের সংখ্যা পাওয়া যাবে তা আমেরিকাকে ছাপিয়ে যাবে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ১.৯ মিলিয়ন মানুষ, এমনই জানা গিয়েছে জনস হপকিনস করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যতে। করোনা সংক্রমণের জেরে আমেরিকায় মৃত্যু ঘটেছে ১,০৮,১২০ জনের। নতুন আরও ৯২২ জনের করোনায় মৃত্যু হয়েছে আমেরিকায়। তাই এখনো পর্যন্ত আমেরিকাতে মৃত্যু হয়েছে মোট ১,০৯,০৪২ জনের।

এদিকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৩৬,১৮৪ জন ও চিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪,১৭৭ জন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো পর্যন্ত ২০ মিলিয়ন করোনা পরীক্ষা করা হয়েছে। এরপর পরীক্ষা বাড়ালে করোনা সংক্রমণের হার আরও বাড়বে। আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা এত বেশি হওয়ার কারন করোনার পরীক্ষা। এছাড়া আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি টেস্টের সংখ্যা আরও বাড়াতে”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও বলেন, ” আমি হলফ করে বলতে পারি ভারত ও চিনে করোনার পরীক্ষা বাড়ানো হলে আমেরিকার আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যাবে।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ৪ মিলিয়ন মানুষের উপর। অপরদিকে আমেরিকার তুলনায় সাউথ কোরিয়ায় ৩ মিলিয়ন ও জার্মানিতে ৪ মিলিয়ন করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

About Author