Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিরিজ নির্ণায়ক ম্যাচে আজ নাগপুরে নামছে ভারত-বাংলাদেশ

তড়িৎ ঘোষ : দিল্লিতে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ এবং প্রথমবারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে হারায় তারা। রাজকোটে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে ভারত। রোহিতের দুর্দান্ত একটি ইনিংসের…

Avatar

তড়িৎ ঘোষ : দিল্লিতে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ এবং প্রথমবারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে হারায় তারা। রাজকোটে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে ভারত। রোহিতের দুর্দান্ত একটি ইনিংসের উপর ভর করে ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় ভারত তাই সিরিজের ফলাফল এই মুহূর্তে ১-১। আজ রবিবার নাগপুরে সিরিজ নির্ধারক ম্যাচটি হতে চলেছে দুই দেশের মধ্যে।

এই সিরিজে রেকর্ডের ছড়াছড়ি। দিল্লিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষস্থান দখল করে রোহিত শর্মা। রাজকোটে ভারতীয়দের মধ্যে প্রথম ও বিশ্বের মধ্যে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়েন রোহিত। আজ নাগপুরে যজুবেন্দ্র চাহাল করতে চলেছেন একটি রেকর্ড। আর একটি মাত্র উইকেট নিলেই তৃতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় লেগ স্পিনার হিসেবে ৫০ উইকেট নেয়ার নজির করবেন চাহাল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে শীর্ষস্থানে এটিকে

নাগপুরে ব্যাটিং সহায়ক উইকেট আশা করছেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে খলিল আহমেদ এর পারফরম্যান্স গত দুটি ম্যাচে একদমই ভালো হয়নি। তাই এই ম্যাচে তার জায়গায় শার্দুল ঠাকুর এর খেলার সম্ভাবনা থাকছে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশী বোলারদের উপর অতর্কিত হামলা চালান রোহিত শর্মা। আজ নাগপুরে তার প্রত্যুত্তরে বাংলাদেশি বোলাররা কি স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামে সেটাই এখন দেখার বিষয়।

About Author