Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উন্নাও মামলা: ১০ বছরের কারাবাস ও জরিমানা কুলদীপ-সহ সাতজনের

২০১৭ সালের উন্নাওয়ের ধর্ষন মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে কুলদীপ সেঙ্গার সহ আরও সাতজনকে। এবার তার বিরুদ্ধে আরও এক নতুন সাজা ঘোষণা করা হল। নির্যাতিতার বাবাকে খুনের দায়ে আরও…

Avatar

২০১৭ সালের উন্নাওয়ের ধর্ষন মামলায় কয়েকদিন আগেই গ্রেফতার করা হয়েছে কুলদীপ সেঙ্গার সহ আরও সাতজনকে। এবার তার বিরুদ্ধে আরও এক নতুন সাজা ঘোষণা করা হল। নির্যাতিতার বাবাকে খুনের দায়ে আরও ১০ বছরের কারাবাসের সাজা দেওয়া হল কুলদীপ সেঙ্গার ,তার ভাই এবং বাকি অভিযুক্তদের। অনিচ্ছাকৃত হত্যা, অপরাধমূলক এবং ইচ্ছাকৃত ভাবে ক্ষতিসাধন-সহ একাধিক ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার  সাজা ঘোষণার দিন ছিল। সেখানেই কুলদীপ সেঙ্গার ও তার ভাইদের ১০ বছরের কারাবাস এবং নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেয় আদালত।

চাকরি দেওয়ার নামে বাড়িতে ডেকে নিয়ে ২০১৭ সালের ৪ জুন উন্নাওয়ের কিশোরীকে ধর্ষণ করেন কুলদীপ সেঙ্গার। এরপর কুলদীপ ও তাঁর দলবল মিলে ফের ওই কিশোরীকে ধর্ষণ করে। এই অভিযোগ নিয়ে নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কুলদীপ সেঙ্গারের নামে অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখেন ওই নির্যাতিতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিল্লি দাঙ্গা : গ্রেফতার করতে আধার তথ্য ব্যবহার করা হয়নি : অমিত শাহ

বিজেপি বহিষ্কৃত কুলদীপ সেঙ্গার সহ তাঁর দলবলকে পুলিশ গ্রেফতার না করায় এবং অভিযোগ গ্রহন না করায় ওই নির্যাতিতা ও তার পরিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে ২০১৮ সালের ৮ এপ্রিল ধর্ণায় বসেন। এরপরে ৯ এপ্রিল পুলিশি হেফাজতে থাকাকালীন নির্যাতিতার বাবার মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী রক্তে মিলেছে বিষক্রিয়া এবং কোলনে ফুটো। ময়নাতদন্তে আরও জানা যায় শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই ঘটনার ভিত্তিতে এদিন সাজা ঘোষণা হল কুলদীপের। নির্যাতিতাকে ধর্ষণের দায়ে গতবছর কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লির তিসহাজারি কোর্ট।

About Author