Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-শ্রীলংকা, দেখে নিন সমীকরণে কোন দল এগিয়ে – ASIA CUP FINAL

আজ ২২ গজের মহারণে শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে শ্রীলংকা। অন্যদিকে,…

Avatar

আজ ২২ গজের মহারণে শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে শ্রীলংকা। অন্যদিকে, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আজ কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী এই দুই দেশ।

তবে ফাইনাল ম্যাচে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হওয়ার আগে এক নজরে দেখে নেওয়া যাক বিগত দিনে দুই দলের সমীকরণ-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি এশিয়া কাপের পরিপ্রেক্ষিতে বলি, তবে বিগত বছরগুলোতে সর্বমোট ৭ বার এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলংকা। উল্লেখ্য, ১৯৮৮ সালে দুই দলের মধ্যে প্রথম বার এশিয়া কাপের ফাইনাল খেলা হয়েছিল, যেখানে টিম ইন্ডিয়া জিতেছিল। এরপর বারবার সংঘর্ষের মধ্যে জড়িয়েছে এই দুই দল। এখনও পর্যন্ত সর্বমোট ৭ বার মেগাফাইনাল খেলে চারবার শিরোপা জয়ের গৌরব নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, তিনবার এই গৌরব অর্জন করেছে শ্রীলংকা। ফলে আজকের ম্যাচে দুই দলের টক্কর চোখে পড়ার মতো হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (C), শুভমান গিল, বিরাট কোহলি, ঈশান কিশান, কেএল রাহুল (WK), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

মেগা ফাইনালে শ্রীলংকার সম্ভাব্য একাদশ-
পথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (WK), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (C), দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

About Author