তবে শতরান করে থেমে থাকেননি ঋষভ পন্থ। রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে ব্যক্তিগত ১৪৬ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন তিনি। তার এই লম্বা ইনিংসে ১৯টি চার সহ ৪টি ছক্কা রয়েছে। তাছাড়া গতকাল ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের খেলা শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।Rishabh Pant, you beauty! 🤩💯Is there a more exciting Test cricketer in the modern game?! 🔥Tune in to Sony Six (ENG), Sony Ten 3 (HIN) & Sony Ten 4 (TAM/TEL) – (https://t.co/tsfQJW6cGi)#ENGvINDLIVEonSonySportsNetwork #ENGvIND pic.twitter.com/Qvn3eDYw9Z
— Sony Sports Network (@SonySportsNetwk) July 1, 2022
IND vs ENG: পন্থের শতরানের বিধ্বংসী ইনিংস দেখে আনন্দে আত্মহারা রাহুল দ্রাবিড়, ভাইরাল ভিডিও
গতকাল থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে শুরু হওয়া টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ মাটিতে গড়িয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইংল্যান্ডের মাটিতে কাঙ্খিত লক্ষ্য অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের…

আরও পড়ুন