খেলাক্রিকেট

WTC Final 2023: অজি পেসারদের ভয়ে প্রথমে ব্যাটিং করেনি ভারত! সরাসরি রোহিতদের আক্রমণ ভারতের প্রাক্তনীর

তিনি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলেন,'অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড সমন্বিত শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।'

Advertisement
Advertisement

বিশ্ব টেস্টের চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ইংল্যান্ডের ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। বিগত ১০ বছরে শিরোপা জয়ের খরা কাটাতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার নেতৃত্বে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। শুরুতে টসে জিতে প্রথমে বোরিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর রোহিতের সেই সিদ্ধান্তকে আশ্চর্যজনক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা উইকেট রক্ষক ফারুক ইঞ্জিনিয়ার।

Advertisement
Advertisement

তিনি রোহিত শর্মার এমন সিদ্ধান্তে যে রীতিমতো অবাক হয়েছেন তা তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক ইঞ্জিনিয়ার বলেন,’অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তটা কতটা যৌক্তিক সেটা কিছু সময় পরেই বোঝা যাবে। তবে ইংল্যান্ডের পিচে সবুজ ঘাস থাকার কারণে স্বাভাবিকভাবে ভারতের ব্যাটিং অর্ডার অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন-আপের সামনে দাঁড়াতে চাইছে না, এটা রোহিত শর্মার সিদ্ধান্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।’

Advertisement

তিনি সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বলেন,’অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড সমন্বিত শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না তা রোহিত শর্মার সিদ্ধান্ত দেখেই অনুধাবন করা যাচ্ছে। তবে এমনটাও হতে পারে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবুজ ঘাসে রোহিত শর্মা তার দলের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ সামি এবং মোহম্মদ সিরাজকে অস্ট্রেলিয়ার সামনে সঠিকভাবে ব্যবহার করতে চাইছেন।’

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button