খেলাক্রিকেট

রোহিত নন, ঘোষিত হল টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের নাম, বিশ্রামে কোহলি-পান্ডিয়া – IND vs AUS

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় দলে প্রবেশ করছেন দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

×
Advertisement

আসন্ন একদিনের বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের মাধ্যমে নিজেদের চরম প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। আগামী ২২শে সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে এই ওডিআই সিরিজ খেলা হবে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মোহালিতে। দ্বিতীয় ম্যাচ হবে ২৪শে সেপ্টেম্বর ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এবং ২৭শে সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ হবে সৌরাষ্ট্রে। এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisements
Advertisement

আমরা আপনাদের বলে রাখি, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জাতীয় দলে প্রবেশ করছেন দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ভারতীয় দলে একাধিক পরিবর্তন দেখতে পারবেন আপনারা।

Advertisements

উল্লেখ্য, রোহিত শর্মার বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। যেখানে তৃতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন রোহিত শর্মা। পাশাপাশি প্রথম দুই ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকে। সিরিজের শেষ ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে জাতীয় দলে প্রবেশ করবেন পান্ডিয়া।

Advertisements
Advertisement


এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, সম্প্রতি শ্রীলংকার মাটিতে রোহিত শর্মার হাত ধরে এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। যেখানে শ্রীলংকাকে মাত্র ৫০ রানে অলআউট করার বিস্ময়কর রেকর্ড গড়েছে ভারতীয় দল। ফলে আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতকে ফেভারেট দল হিসেবে ইতিমধ্যে মেনে নিতে শুরু করেছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। আমরা আপনাদের বলে রাখি, আগামী ৮ই অক্টোবর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে ভারত।

Related Articles

Back to top button