Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্দান্ত ব্যাটিং ভারতের, শুরুতেই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে রাজকোটে অনবদ্য ব্যাটিং প্রদর্শন ভারতীয় ব্যাটসম্যানদের। নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত ৩৪০ রান সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে। পাঁচ নম্বরে ব্যাট এসে দুর্দান্ত প্রদর্শন…

Avatar

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে রাজকোটে অনবদ্য ব্যাটিং প্রদর্শন ভারতীয় ব্যাটসম্যানদের। নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত ৩৪০ রান সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে। পাঁচ নম্বরে ব্যাট এসে দুর্দান্ত প্রদর্শন করেন কে এল রাহুল। মাত্র ৫২ বল খেলে ৮০ রান করেন তিনি। রাহুল-জাদেজা জুটিতে ৫৮ রান যোগ করেন মাত্র ২৯ বল খেলে।

ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। ৯৬ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেছেন ধাওয়ান। বিরাট কোহলি ৭৮, রোহিত শর্মা ৪২ রান করেন। রবীন্দ্র জাদেজা শেষের দিকে ১৬ বলে ২০ রানের একটি ছোট্ট ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৫০ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। এছাড়া কেন রিচার্ডসন ২ উইকেট নিয়েছেন ৭৩ রানের বিনিময়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দেশের জার্সিতে কী দেখা যাবে ধোনিকে? স্পষ্ট উত্তর দিল বোর্ড

৩৪১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মহম্মদ শামির বলে কভার অঞ্চলে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন মনীশ পান্ডে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং স্টিভ স্মিথ। ভারতের হয়ে দুই পেসার জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি ভালো শুরু করেছেন।

About Author