খেলাক্রিকেট

IND vs AUS: বাদ চেতেশ্বর পুজারা! প্রথম টেস্টে দলে সূর্য কুমার যাদবকে রেখে সমালোচনার মুখে প্রাক্তন নির্বাচক

সুনীল জোশির এই টুইটের পর রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

×
Advertisement

হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, ক্রিকেটের ২ মহাশক্তিশালী দল মুখোমুখি হতে চলেছে নাগপুরের সবুজ গ্রাউন্ডে। তবে মাঠে নামার পূর্বে একের পর এক ক্রিকেটার চোট পেয়ে দল ছাড়া হচ্ছেন নিয়মিত। যে কারণে ইতিমধ্যে উভয় দল পড়েছে মহা দুশ্চিন্তায়। আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই সফরে ভারতের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ম্যাচ জেতা একপ্রকার অবশ্যম্ভবী হয়ে পড়েছে টিম ইন্ডিয়ার।

Advertisements
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের পছন্দের সম্ভাব্য শক্তিশালী একাদশ প্রকাশ করছেন। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের প্রাক্তন দল নির্বাচক সুনীল জোশি। তবে ভারতের প্রাক্তন দল নির্বাচকের নির্বাচিত দল প্রকাশ্যে আসতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সুনীল জোশি তার পছন্দের একাদশে জায়গা দেননি ভারতের তারকা টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে। বদলে তার পছন্দের তালিকায় স্থান পেয়েছেন সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিং করা ক্রিকেটার সূর্য কুমার যাদব।

Advertisements

আর এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচিত হচ্ছেন ভারতের এই প্রাক্তন নির্বাচক। উল্লেখ্য, প্রথম টেস্টের আগে টুইট করে নিজের পছন্দের একাদশ ঘোষণা করেছিলেন সুনীল জোশি। যেখানে পূজারার বদলে সূর্য কুমার যাদবকে পছন্দ করেছিলেন তিনি। পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন,’প্রথম টেস্টে ভারত কি এই একাদশ বাছবে? নাকি পুজারা এবং সূর্যের মধ্যে অদল-বদল হবে?’

Advertisements
Advertisement

এদিকে সুনীল জোশির এই টুইটের পর রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ রীতিমতো ক্ষিপ্ত হয়ে পাল্টা টুইট করে লিখেছেন,’একজন প্রাক্তন দল নির্বাচক চান যে চেতেশ্বর পূজারার স্থানে খেলুক সূর্য কুমার যাদব। একদিকে চেতেশ্বর পুজারা ভারতীয় দলের জন্য টেস্ট ক্রিকেটে নায়ক অন্যদিকে, সূর্য কুমার যাদব নিজের ক্যারিয়ারে একটিও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেননি। একজন প্রাক্তন দল নির্বাচক হয়ে এমন কথা বলেন কি করে?’

Related Articles

Back to top button