Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

World Cup Final 2023: বিশ্বকাপের ফাইনালে নিজের ‘ব্রহ্মাস্ত’ ব্যবহার করবেন রোহিত শর্মা, দলে ফিরবেন তারকা ক্রিকেটার

চলমানরত একদিনের বিশ্বকাপে ইতিমধ্যে একাধিক রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে ভারত। টানা ১০টি ম্যাচে বিশাল ব্যবধানে জয়সহ চলতি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, আগামী ১৯শে নভেম্বর শক্তিশালী…

Avatar

চলমানরত একদিনের বিশ্বকাপে ইতিমধ্যে একাধিক রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে ভারত। টানা ১০টি ম্যাচে বিশাল ব্যবধানে জয়সহ চলতি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, আগামী ১৯শে নভেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে হবে ব্লু-বাহিনীর। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গতকাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।

আপনারা জানলে অবাক হবেন, এই নিয়ে ওডিআই বিশ্বকাপে ৮ বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। যেখানে ৫ বার শিরোপা নিজেদের নামে করে নিয়েছে এই শক্তিশালী দলটি। ফলে দুর্দান্ত ফর্মে থাকার শর্তেও ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের সামনে রয়েছে অগ্নিপরীক্ষা। বিগত দিনের রেকর্ড অনুযায়ী দেখা গেছে, অস্ট্রেলিয়া নির্ণায়ক মূলক ম্যাচ গুলিতে প্রতিপক্ষকে পিষে ফেলতে। ফলে বিশ্বকাপের ফাইনালের আগে স্বাভাবিকভাবে চাপ বেড়েছে টিম ইন্ডিয়ার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী ১৯শে নভেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। এদিকে, বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার পূর্বে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের “ব্রহ্মাস্ত্র” প্রয়োগ করবেন অধিনায়ক রোহিত শর্মা। বিগত বেশ কয়েক ম্যাচে দেখা গেছে, স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করতে বেশ লড়াই করছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। ফলে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় একাদশে ডাক পেতে পারেন তুরুপের তাস রবিচন্দ্রন অশ্বিন। আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যেখানে তিনি ১০ ওভার বোলিং করে মাত্র ৩৪ রানের বিনিময়ে ১টি মূল্যবান উইকেট দখল করেছিলেন।

About Author