Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখনও হাতে মেলেনি বর্ধিত বেতন, এমনটাই দাবি প্রাথমিক শিক্ষকদের!

অরূপ মাহাত: বেশ কিছু দিন আগে শাসক দলের শিক্ষক সংগঠনের সভায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। এই ঘোষণা কার্যত বাধ্য হয়ে করেছিলেন তিনি। লোকসভা…

Avatar

অরূপ মাহাত: বেশ কিছু দিন আগে শাসক দলের শিক্ষক সংগঠনের সভায় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। এই ঘোষণা কার্যত বাধ্য হয়ে করেছিলেন তিনি। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে একদিকে বিরোধী দল হিসেবে বিজেপির দ্রুত উত্থান ও অন্যদিকে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির লাগাতার আন্দোলন, কিছুটা সাঁড়াশি আক্রমণের চাপে পড়েই প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াতে বাধ্য হয় রাজ্য সরকার। আগস্ট মাস থেকে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা ছিল। অভিযোগ যে, এখনও পর্যন্ত বর্ধিত বেতন হাতে পায়নি প্রাথমিক শিক্ষকরা।

এখনও বর্ধিত বেতন চালু না হওয়ায় ক্ষোভে ফুঁসছে প্রাথমিক শিক্ষকদের একাংশ। বর্ধিত বেতন কাঠামো অনুসারে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬০০ টাকা। আর প্রশিক্ষণহীন শিক্ষকদের ক্ষেত্রে তা ২৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৯০০ টাকা করা হয়েছে। আগস্ট থেকে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এখনও হাতে মেলেনি বর্ধিত বেতন, এমনটাই দাবি প্রাথমিক শিক্ষকদের। প্রশাসন সূত্রের খবর, শীঘ্রই চালু হবে বর্ধিত বেতন কাঠামো। কিছু সরকারি নিয়মকানুনের জন্য আটকে রয়েছে বর্ধিত বেতন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author