ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : যৌন জীবনে সমস্যা অনেকেরই আছে। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই সাহায্য নেয় ভায়াগ্রার। কিন্তু চিকিৎসকদের মতে ভায়াগ্রা খাওয়া শরীরের জন্যে খুবই ক্ষতিকর। এতে অনেকরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় যদি কিছু ঘরোয়া খাবার থাকে তাহলে ফিরে আসতে পারে যৌনজীবনের উদ্দীপনা। জেনে নিন এমনই ৫ টি ঘরোয়া খাবার-
১. হিংঃ চিকিৎসকরা বলছেন টানা ৪০ দিন ধরে রোজ ০.৬ গ্রাম হিং খেলে পেতে পারেন সুস্থ যৌন জীবন। রান্নায় মেশাতে পারেন হিং। প্রতিদিন সকালে ১ গ্লাস জলে এক চিমটি হিং ফেলে খেলেও পাবেন উপকারিতা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now২. সজনে ডাঁটাঃ পুরুষদের লিঙ্গ উত্থানের সমস্যা বা উদ্দীপনার ঘাটতিতে খুব ভালো কাজ করে সজনে ডাঁটা। তাই এরকম কোনো সমস্যা থাকলে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন সজনে ডাঁটা।
৩. জিরাঃ জিরার মধ্যে থাকা পটাশিয়াম ও জিঙ্ক যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে যৌন উদ্দীপনা বাড়ে। প্রতিদিন সকালে এককাপ গরম জলে একটু জিরা দিয়ে খেয়ে নিন।
৪. আদাঃ আদার উপকারী গুণ সম্বন্ধে আমরা সকলেই জানি। তেমনই সুস্থ যৌন জীবনের জন্যেও আদা অনেক উপকারী। আদার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল স্নায়ুর উত্তেজনা বাড়ায় ও রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে। যেটা যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে।
৫. রসুনঃ রসুনেরও অনেক উপকারী দিক সম্বন্ধে আমরা জানি, তেমনই একটি উপকারী দিক হলো যৌন ক্ষমতা বৃদ্ধি করা। রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুন। প্রতিদিনের ডায়েটে রসুন থাকলে কমতে পারে লিঙ্গ না উত্থিত হওয়ার সমস্যা।