সামান্য হেরফের হলেই বড় সমস্যার মধ্যে পড়তে পারেন এবারে ভারতের সাধারণ মানুষরা। সামান্য হেরফের হলেই নতুন কর কাঠামোর আওতায় বড় অংকের আয়কর দিতে হতে পারে তাদের। এবার এমনটাই মনে করছেন ভারতের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে করদাতাদের অত্যন্ত সতর্কভাবে তাদের আয় করের হিসাব করতে হবে। না হলে একটু এদিক ওদিক হলেই অনেক বেশি টাকা দিতে হতে পারে ভারতের করদাতাদের। তাহলে চলুন এই নতুন কর ব্যবস্থার ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
অবেতনভোগী করদাতা: যদি আপনার আয় ২০০০ টাকা বৃদ্ধি পায় এবং আপনার বার্ষিক আয় সাত লক্ষ টাকা থেকে বেড়ে ৭ লক্ষ ২ হাজার টাকা হয় তাহলে কিন্তু আপনাকে ২৫,২০০ টাকা আয়কর দিতে হবে। অর্থাৎ আপনি যে আয় করবেন তার প্রায় ৪০ শতাংশ আপনাকে আয়কর দিয়ে দিতে হবে। যদি আপনার আয় সাত লক্ষ টাকা হতো তাহলে আপনাকে কোন আয়কর দিতে হতো না।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবেতনভোগী করদাতা: আগামী অর্থ বর্ষ থেকে বেতনভোগীরা ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে যাচ্ছেন। তাই তাদের ক্ষেত্রে এই সীমাটা ৭.৫ লক্ষ টাকা। যদি ওই কর্মীর বার্ষিক বেতন ২০০০ টাকা বৃদ্ধি পায় তাহলে আপনাকে আয়কর বাবদ ২৫,২০০ টাকা দিতে হবে।
এতদিন পর্যন্ত করদাদারা যে সমস্ত ডিডাকশন এবং কর ছাড়ের সুবিধা গ্রহণ করে এসেছেন। সে সমস্ত সুবিধা নতুন কর কাঠামোয় মিলবে না। পুরনো কাঠামোয় কর বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ৮০ ধারার কিছু ট্যাক্স ডিডাকশন। কিন্তু সেই সমস্ত সুবিধা এবারে আপনারা পাবেন না। তাই কিন্তু যাবতীয় বিষয় নিয়ে অত্যন্ত সতর্কভাবে আপনাকে পা ফেলতে হবে। নাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত কর দিতে হবে।