আপনি যদি একজন আয়কর প্রদানকারী হন তাহলে এই খবরটি অবশ্যই আপনার জানা উচিত। এবারে আয়কর দাতাদের জন্য একটা বড় ঘোষণা করল মোদি সরকার। সম্প্রতি মোদি সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যার ফলে কোটি কোটি করদাতাকে আর কোনো রকম আয়কর দিতে হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ সালের বাজেটে এই ঘোষণা করেছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে যখন মোদি সরকার বাজেট পেশ করেছিল, সেই সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ব্যবস্থার নতুন নিয়মকানুন সামনে এনেছিলেন। এই নতুন ব্যবস্থার অধীনে কর জমা দেওয়া লোকেদের কর প্রদান থেকে স্বস্তি দিয়েছে মোদি সরকার।
আয়করের সীমা এখন ৭ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। বলতে গেলে, এখন আর ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কারীদের কোনো রকম কর দিতে হবে না। আগে এই সীমা ছিল ৫ লক্ষ টাকা পর্যন্ত। তবে এই নতুন ব্যবস্থা কিন্তু কিছু সমস্যাও রয়েছে। এই নতুন ব্যবস্থা যদি আপনারা আয়কর দেন তাহলে কিন্তু কোন রকম কর ছাড়ের সুবিধা পাবেন না। তাই কয়েকজনের জন্য এই নতুন আয়কর ব্যবস্থা ভালো হলেও কয়েকজনের জন্য এই নতুন আয়কর ব্যবস্থা খারাপ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা আপনারা কিন্তু এই ক্ষেত্রেও পাবেন। নতুন কর ব্যবস্থা অধীনে বেতনভোগী এবং পেনশনভোগী যারা আয়কর জমা দেবেন তারা ৫০০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা পেতে পারেন। নতুন কর ব্যবস্থা অধীনে এই ধরনের লোকেদের বার্ষিক উপার্জনের উপরেও ৫০,০০০ টাকার অতিরিক্ত ছাড়ের ঘোষণা করা হয়েছে।