নিউজদেশ

আয়কর বিভাগ ১০,০০০ টাকা জরিমানা করছে এই ব্যক্তিদের, নেই তো আপনার নাম সেই তালিকায়

২ টি প্যান কার্ড থাকা আইনত অপরাধ

×
Advertisement

আজকালকার দিনে ভারতের বুকে প্যান কার্ড এবং আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। একদিকে আপনার আধার কার্ড যেমন আপনার দেশের নাগরিকত্ব প্রমাণ করে ঠিক অন্যদিকে প্যান কার্ড ছাড়া আপনি ব্যাংকিং জাতীয় কোনো কাজকর্ম করতে পারবেন না। এই প্যান কার্ড আয়কর কর্তৃপক্ষকে সমস্ত আর্থিক লেনদেনের ট্র্যাক রাখতে সাহায্য করে যা কোনও ব্যক্তি বা কোনও সংস্থার কর দায় মূল্যায়নের জন্য প্রয়োজনীয়। এটি কর ফাঁকির সম্ভাবনা কমাতে সাহায্য করে ।তাই প্যান কার্ড প্রত্যেকের কাছে ঠিকঠাক থাকা উচিত। তবে প্যান কার্ড থাকলে কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। নাহলে ১০,০০০ টাকা অব্দি জরিমানা হয়ে যেতে পারে।

Advertisements
Advertisement

আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে একটাই প্যান কার্ড থাকা উচিত। ২ টি প্যান কার্ড থাকলে আপনি আয়নি সমস্যায় পড়তে পারেন। আপনার যদি প্যান কার্ড হারিয়ে যায়, তাহলে আপনাকে ডুপ্লিকেট প্যান কার্ড ইস্যু করতে হবে। নতুন করে প্যান কার্ড পাওয়া যায় না। এটির অপব্যবহার রুখতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনার কাছে যদি ২ টি প্যান কার্ড পাওয়া যায় তাহলে আয়নি জটিলতায় জড়িয়ে যেতে পারেন আপনি। আর প্যান কার্ড সম্পর্কে এই কাজ করলে ১০,০০০ টাকা জরিমানা হবে আপনার। কি সেই কাজ?

Advertisements

আসলে আয়কর আইন অনুযায়ী ভুল প্যান তথ্য প্রদানকারী ব্যক্তিকে আয়কর বিভাগ ১০,০০০ টাকা জরিমানা করতে পারে। ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফর্ম ফাইল করার সময় বা অন্যান্য পরিস্থিতিতে যেখানে প্যান কার্ডের বিশদ লিখতে হবে এই বিধানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ তাই, আপনার যদি দুটি প্যান কার্ড থাকে, তাহলে আপনার অবিলম্বে আয়কর বিভাগে রিপোর্ট করা উচিত। আপনি আয়কর বিভাগের অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনার দ্বিতীয় প্যান কার্ড সরকারের কাছে জমা দিয়ে দিতে পারেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button