Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তামাক, গুটখা খেয়ে হলুদ হয়ে যাওয়া দাঁত ঝকঝকে সাদা করুন এই ঘরোয়া উপায়ে!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : দাঁত হলুদ হওয়ার জন্য নানারকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেককেরই। নানা কারণেই এই দাঁতের এই দাগ হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : দাঁত হলুদ হওয়ার জন্য নানারকম বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেককেরই। নানা কারণেই এই দাঁতের এই দাগ হতে পারে। তার মধ্যে একটা বড় কারণ হলো তামাক, গুটখা, পান মশলা ইত্যাদি নিয়মিত সেবন। যাদের দাঁতের দাগ আছে তারা নানারকম উপায়েই চেষ্টা করে দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনতে। বাজার চলতি নানা ধরণের টুথপেষ্ট, পাউডার সবকিছুই ব্যবহার করে চেষ্টা করেন দাঁতের স্বাভাবিক শুভ্রতা ফিরিয়ে আনতে। কিন্তু এসব না করেও কিছু সাধারণ ঘরোয়া উপায় অবলম্বন করলে সহজেই মুক্তি মেলে এই সমস্যা থেকে। এই উপায়ে হলুদ দাঁত হয়ে ওঠবে সাদা ঝকঝকে। দেখে নিন সহজ এই উপায়টি।

কি কি লাগবে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর জন্য আপনার সাধারণ দুটি ঘরোয়া উপাদান লাগবে, এগুলো হলো বেকিং সোডা এবং পাতি লেবুর রস।

দেখে নিন কি করতে হবে-

একটি পাত্রে এক চামচ বেকিং সোডা নিন। এবার তাতে একটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন দুটি উপাদান। প্রথমে একটু ফেনা হবে, কিন্তু কিছুক্ষণ পরে মিশ্রণটির আকার হয়েছে একটি ঘন তরলের মতো। এবার এই তরল দাঁতের উপর ঘষে নিন ভালো করে। ৪-৫ মিনিট পরে ভালো করে কুলকুচি করে ধুয়ে ফেলুন। এবার নিজের দাঁত দেখুন আয়নায়। হলুদ হয়ে যাওয়া দাঁত পুরো সাদা ঝকঝকে হয়ে গেছে। দাঁত সাদা করার এটি একটি পরীক্ষিত ঘরোয়া টোটকা। এতে দাঁতের বা মুখের কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই যাদের দাঁত বিভিন্ন কারণে হলুদ হয়ে গেছে তারা একবার এই উপায়টি চেষ্টা করে দেখতেই পারেন।

About Author