Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউডের এই সমস্ত সিনেমা অন্তরঙ্গ দৃশ্যের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে…

Avatar

বলিউড দুনিয়ার পুরনো সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা সবকিছুই নেটিজেনদের নখদর্পণে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন ধরনের তারকা কাজ করে লাইমলাইটে আসেন। কেউ কেউ অনেক সিনেমা করেও দর্শকদের প্রিয় হতে পারেন না, তো আবার কেউ কেউ হাতেগোনা কয়েকটি সিনেমাতে অভিনয় করে দর্শকদের মনের মনিকোঠায় সর্বদা রয়ে যায়। এই বলিউডে হরেক রকমের সিনেমা হয়। রোমান্টিক সিনেমার পাশাপাশি কিছু অ্যাডাল্ট সিনেমাও হয়েছে এই ইন্ডাস্ট্রিতে।আজকালকার দিনে ওয়েব সিরিজের দুনিয়ায় অন্তরঙ্গ বেড সিন অত্যন্ত সাধারণ হয়ে গেছে। তবে আগেকার দিনে পুরনো সিনেমাগুলিতে হাতে গোনা কয়েকটাতে লজ্জার সমস্ত সীমা অতিক্রান্ত হয়েছিল। সেই সময় ঐ সমস্ত সিনেমাগুলি ব্যাপক লাইমলাইট কেড়ে নিয়েছিল। একটা সময় ছিল যেই সময় এই সমস্ত সিনেমা দেখার জন্য লুকিয়ে লুকিয়ে সবাই সিনেমা হলে যেত। আজকের এই প্রতিবেদনে এমন কিছু অ্যাডাল্ট পুরনো বলিউড সিনেমার নাম আপনাদের জানাবো।হিন্দি ছবিতে সাহসিকতা এবং অন্তরঙ্গ দৃশ্যতার পারফেক্ট কম্বিনেশন প্রথমবারের জন্য এনেছিল “কামাসূত্র: এ টেল অফ লাভ”। ২৫ বছর আগে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রেখা। তিনি বরাবরই সাহসী। সামাজিক ট্যাবু ভেঙে গতে বাধা সমীকরণ থেকে বেরিয়ে নিজের ছন্দে তিনি বেশ সাবলীল। তাঁকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনাও চলে আসছে যুগ যুগ ধরে। তবে তাতে কেয়ার করেন না। আর তার এই ছবি রীতিমত দর্শকদের মধ্যে তোলপাড় করেছে।বলিউডের এই সমস্ত সিনেমা অন্তরঙ্গ দৃশ্যের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন নাএছাড়া ২০০৪ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর মার্ডার ছবি সেই সময়কার ভিত্তিতে অন্তরঙ্গতার সীমা অতিক্রম করেছিল। এই সিনেমার বেশ কিছু গান আজও যুবকদের মধ্যে জনপ্রিয়। এতে মল্লিকা শেরওয়াত এবং ইমরান হাসমির মধ্যে একাধিক বেড সিন দেখা গিয়েছিল।১৯৯৭ সালের বাসু ভট্টাচার্য পরিচালিত “আস্থা: ইন দ্যা প্রিজন অফ স্প্রিং” সিনেমায় রেখা ও ওম পুরীর একাধিক সাহসী দৃশ্য দেখানো হয় যা পরিবারের সাথে দেখতে পারবেন না আপনিও। বড় পর্দায় সিনেমাটি প্রাপ্তবয়স্কদের ট্যাগ নিয়ে রিলিজ করেছিল। এই বিতর্কিত সিনেমাতে রেখা এক পতিতার চরিত্রে অভিনয় করেছিলেন। অন্যদিকে ওম পুরী তাঁর স্বামী অমরের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাতে দুজনের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। আজ অব্দি রেখার ক্যারিয়ারের এই সিনেমা নিয়ে ইন্টারনেট দুনিয়াতে তুমুল আলোচনা চলে।
About Author