করোনা থেকে সুস্থ হয়ে বাঙুর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৪০ জন। এই ৪০ জনেরই দুবার রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এর মধ্যে এতজনের একসাথে সুস্থ হয়ে বাড়ি ফেরা যথেষ্টই ভালো খবর বলে মনে করছেন চিকিৎসকরা। এই ৪০ জন ছাড়াও বাঙুর হাসপাতালে আরও ২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন, কিন্তু তাদের একজনের বাড়ির অন্য একজন করোনায় আক্রান্ত বলে তাকে ছুটি দেওয়া হয়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
দ্বিতীয় জনের করোনা থেকে মুক্তি মিললেও তার তার কিডনির সমস্যা থাকায় তাকে ছুটি দেওয়া হয়নি। ওই রোগীর ডায়ালিসিস চলবে এখন। গত ২৪ ঘন্টায় যেখানে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭০ জন সেখানে ৪০ জনের সুস্থ হয়ে ফেরা যথেষ্টই সুখবর। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ১৯৯ জন সুস্থ হয়েছেন করোনা থেকে।
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?