ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : জাপানে জন্তুমানব তৈরি করার পরিকল্পনা চলছে। এমনটাই জানা যাচ্ছে একটি গবেষণা করার পর। পশুর সঙ্গে মানুষের ভ্রূণের কোষ মিশিয়ে তৈরি করা হতে পারে এই জন্তু মানব। জাপানের বিজ্ঞানীরা জন্তুর সঙ্গে মানব কোষ কে মিশিয়ে নতুন একটি প্রাণী তৈরীর কথা ভাবছেন। এই প্রচেষ্টার জন্য সরকার বিজ্ঞানীদের সম্মতিও দিয়েছেন।
আমরা সিনেমাতে এই জন্তুমানবের চরিত্র অনেক দেখেছি। কিন্তু এটি যে বাস্তবে ঘটতে পারে তা কল্পনার অতীত। উলভরিনের কথা তো আপনারা সকলেই শুনেছেন। এটি একটি হলিউড সিনেমা এক্স-মেন সিরিজের একটি অত্যন্ত জনপ্রিয় চরিত্র। বেশ কিছুদিন আগেই রিলিজ হয়েছে ক্যাটস মুভি। যেই চরিত্রটি বিড়ালের মত দেখতে। এরকম জন্তুমানবের অনেক চরিত্রই আমরা সিনেমাতে দেখেছি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে জানা গেছে এই পরীক্ষা প্রথমে ইঁদুরের উপরে করা হবে। জাপানি গবেষকদের কাছে জানা যাচ্ছে এই পরীক্ষা এর আগে ভেড়া বা শুয়োরের ওপরও করা হয়েছিল। তবে এটি সফল হয়নি। এবার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে তারা বদ্ধপরিকর।