Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মাঝেই ঘোর বিপত্তি, দাউদাউ করে জ্বলছে ইউক্রেনের দক্ষিনাংশ

শ্রেয়া চ্যাটার্জি - একে তো করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে, তার উপরে ইউক্রেনের দক্ষিণাংশে ঘটে গেল মারাত্মক দাবানল। আরো বেশি চিন্তার কারণ হলো খুব কাছেই প্রিপায়াত শহরে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – একে তো করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব আতঙ্কিত হয়ে রয়েছে, তার উপরে ইউক্রেনের দক্ষিণাংশে ঘটে গেল মারাত্মক দাবানল। আরো বেশি চিন্তার কারণ হলো খুব কাছেই প্রিপায়াত শহরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বনাঞ্চলে আগুন জ্বলতে শুরু করে ৪ই এপ্রিল থেকে। প্রায় ১২ হাজার হেক্টর জমি জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তবে তথ্যসূত্র থেকে জানা যায়, এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে তারা যে সমস্ত দলা পাকানো ধোঁয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তা সত্যিই ভয়ঙ্কর।

এপ্রিল মাসের ৩ তারিখ প্রথম আগুন লাগে পশ্চিম দিক করে, তখন ২৭ বছরের এক আঞ্চলিক ছেলে শুকনো ঘাসে আগুন লাগিয়ে দেয়। বেশ কিছু বছর আগে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে একসঙ্গে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারান। তবে কয়েকজন তো বলছেন প্রিপায়াত শহর পর্যন্ত এই দাবানলের কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। শুধু একটাই আবারও না তেজস্ক্রিয়তার ফলে কোন বিপদ ঘটে। দমকল কর্মী এবং আকাশপথে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এই আগুন নেভানোর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত, ঠিক এই সময় কেন এই বিপত্তি? এর আগেও আমাজনের দাবানল, অস্ট্রেলিয়ার দাবানলের মর্মান্তিক ঘটনা আমরা কেউই ভুলতে পারিনি। করোনা ভাইরাসের জন্য যখন পৃথিবী একটু একটু করে দূষণমুক্ত হচ্ছে তখন কেন ঘটছে এই বিপদগুলি? এর উত্তর আমাদের জানা নেই। একটা সময় মানুষ বনাঞ্চল কেটে বসতি করতে চেয়েছিল, প্রকৃতি বুঝি আজ তারই প্রতিশোধ নিচ্ছে।

About Author