Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইএএস পরীক্ষায় একটি মেয়েকে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তর শুনলে আপনি চমকে যাবেন

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমরা সকলেই জানি আই এ এস পরীক্ষা খুব কঠোর পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। যাবতীয় সমস্ত কাজ ভুলে…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : আমরা সকলেই জানি আই এ এস পরীক্ষা খুব কঠোর পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। যাবতীয় সমস্ত কাজ ভুলে গিয়ে পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হয় । অনেক পরিশ্রম করার পরেও অনেকেই এই পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারেনা।অনেকে আবার পরীক্ষায় সফল হন। পরীক্ষায় সফল হলে আসে ইন্টারভিউর পালা।

যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাদেরকে ইন্টারভিউর জন্য আসতে বলা হয় এবং তাদেরকে কিছু প্রশ্ন করা হয়। আসুন তবে জেনে নিই সেই প্রশ্ন গুলি কি কি হতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে এই আই এ এস পরীক্ষার কিছু প্রশ্নের কথা বলা হয়েছে। প্রশ্নগুলি শুনলে আপনি একটু অবাক হয়ে যাবেন। তবে এবার জেনে নিই প্রশ্ন গুলি কি এবং তার উত্তর গুলি কি —

প্রথম প্রশ্ন হল- এমন এক জিনিসের নাম বলো যা আমরা খেতে পারি না কিন্তু খাওয়ার জন্য সেই জিনিসটাকে কিনি??
আপনি কি জানেন এর উত্তর কি হবে?
উওর হবে = প্লেট।

দ্বিতীয় প্রশ্ন হল- মেয়েদের কোন রূপ তার স্বামী দেখতে পায় না কিন্তু অন্য সকলে দেখতে পাই ??
উত্তরটি হলো =  বিধবা রূপ।

তৃতীয় প্রশ্ন হল – একটি গরীবের ঘর এবং একটি বড়োলোকের ঘরে আগুন লেগেছে। তাহলে পুলিশ কোন বাড়ির আগুন আগে নেভাবে??
কী উত্তরটা পারবেন?
উত্তরটা হলো =  পুলিশ তো আগুন নেভায় না। আগুন নেভানোর কাজটি দমকলের।

শেষ প্রশ্ন হলো- এমন কোন জিনিস যা কুড়ি পঁচিশ মিনিট করার পরে ছেলেদের আর ধৈর্য থাকে না। তারা ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু মেয়েরা বলে আরো করবো??
উত্তরটা হলো = শপিং।

About Author