ভাইফোঁটায় বিশেষ উপহার পেলেন দিদি। দলের অন্দরে ‘দিদি’ হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ সুখের মুহুর্ত এটা। একদা তাঁরই সতীর্থ, তৃণমূলের একনিষ্ঠ কর্মী শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিলে কিছুটা ধাক্কা খেয়েছিলেন তিনি। লোকসভার পর প্রিয় কাননকে দলে ফেরানোর বহু চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী।
কখনও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আবার কখনও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গিয়ে দেখা করে এসেছেন শোভনের সাথে। কলকাতার প্রাক্তন মেয়র দলে ফিরে এলে তাঁকে পুনরায় মেয়র পদে বসানো হবে বলেও বার্তা দেওয়া হয় তৃণমূলের তরফে। কিন্তু এতদিন এ বিষয়ে চুপ থাকার নীতি নিয়ে চলেছে প্রাক্তন মন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত রাজ্য রাজনীতিতে চমকের সৃষ্টি করলেন তিনি। এদিন ভাইফোঁটা নিতে বৈশাখীকে নিয়ে সোজা দিদির বাড়িতে গিয়ে হাজির হন শোভন। একদা স্নেহের কাননকে দিদিও আপন করে নেন। শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গতবছর ছাড়া প্রতিটি ভাইফোঁটাতেই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নেন প্রিয় কানন। এবছরও তার অন্যথা হয়নি।