Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: ‘কাঁচা বাদাম’এর অনুকরণে গান বাঁধলেন এবার এক ঝালমুড়ি বিক্রেতা! রইলো ভিডিও

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি আর সাধারণ মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে। টিভিতে…

Avatar

By

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি আর সাধারণ মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে। টিভিতে খবর,সিনেমা দেখা হোক বা কোনো রিয়েলিটি শো এর নাচ গান কিংবা টিভির আগে সিরিয়াল দেখা। কিংবা ফেসবুক ইন্সটাগ্রাম ট্যুইটার ব্যবহার করা। সবেতেই সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।

সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে অনেকে নিজের গুনাবলী স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে। কেউ ভালো গাইতে পারেন কেউ ভালো নাচতে পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু প্রতিভা আমাদের চোখের সামনে আসে। এই ইন্টারনেট দুনিয়াতে কখন যে কি ভাইরাল হয়ে যাবে তা আগে থেকে জানতে পারেন না কেউই। যেমন রানাঘাটের রেল স্টেশনে বসে গান গাইতেন ‘লতাকণ্ঠী’ রানু মণ্ডল। একটি মাত্র ভাইরাল গানের ভিডিয়োর মাধ্যমে মুম্বইয়ের স্টুডিয়োতে পৌঁছে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে ‘বচপন কা পেয়ার’, ‘মানিকে মাগে হিতে’র মতো কত গানই না এসেছে!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আবার অনেক সময় ভাইরাল গানের চাপে হারিয়েও গিয়েছে। এই যেমন সম্প্রতি নেটদুনিয়াতে জায়গা নিয়েছিল দুবরাজপুরের ভুবন বাদ‍্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান।এ কজন বাদাম বিক্রেতা কিভাবে নেট দুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন সেই কাহিনী আজ কারোর অজানা নয়। ভাঙাচোরা মোটরসাইকেলে করে ‘বাদাম বাদাম, কাঁচা বাদাম’ গান করে তিনি বাদাম বিক্রি করার পরিপ্রেক্ষিতেই ভাইরাল হন। তার এই নজরকাড়া গান প্রথম কেউ একজন ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তার পরেই তার ছড়িয়ে পড়তে শুরু করে।

এবার ভুবন বাদ্যকরকে নিজের আইডল করে অনেক ব্যবসায়ী নিজের সুবিধার্থে গান বেঁধেছিলেন। এবার এই তালিকাতেই নাম লেখালেন বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলির বাসিন্দা ভগবত নন্দী। এই ব্যক্তি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। সাইকেলে ঘুরে ঘুরে তিনি ঝালমুড়ি বিক্রি করেন তিনি। বিগত ২৫ বছর ধরে এই পেশার সঙ্গেই যুক্ত আছেন ভগবত। ভুবন বাদ‍্যকরের সাফল‍্য দেখে তিনিও উদ‍্যোগী হয়ে বেঁধে ফেলেছেন একটি গান। গানের নাম ‘দিদি দিদি খাবেন মুড়ি’। গানটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে ইতিমধ‍্যে। তবে ‘কাঁচা বাদাম’এর উচ্চতায় এই ঝালমুড়ি যেতে পারে কিনা সেটা একজমই দেখার। উল্লেখ‍্য, এর আগে কাঁচা বাদামের অনুকরণে ‘ভাজা বাদাম’ গানও নেট দুনিয়াতে ভাইরাল হয়েছিল।

About Author