Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dadagiri: দাদাগিরির ফাইনালে স্ত্রীয়ের সাথে জমিয়ে নাচ সৌরভের, উপস্থিত বুম্বাদাও

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯' গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন…

Avatar

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে, যা দেখতে পছন্দ করেন দর্শকরাও।

তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরির এই সিজন ৯। গত শুক্রবার বিশ্ব বাংলার কনভেনশন সেন্টারে ফাইনালের শুটিং শেষ হলো। টেলিভিশনের পর্দাতেও ফাইনালের এপিসোড সম্প্রসারিত হতে বিশেষ দেরি নেই, তা বলাই বাহুল্য। ফাইনাল এপিসোডে দর্শকদের জন্য থাকছে একাধিক চমক। শোনা গেছে, এদিন বলিউডের গানেই স্ত্রী ডোনা গাঙ্গুলীর সাথে নাচবেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। কিং খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানের সাথেই
নাচতে দেখা যাবে তাদের। এদিন সৌরভ গাঙ্গুলীকে দেখা যাবে কালো ব্লেজারে। গলায় থাকবে বো। পাশাপাশি উপস্থিত থাকবেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা সঙ্গীত শিল্পীরাও। মঞ্চ মাতিয়ে রাখবেন তারাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, এদিন দাদাগিরির ফাইনালে উপস্থিত থাকবেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ডোনা গাঙ্গুলীর পাশাপাশি অভিনেতাও প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবেন প্রতিযোগীদের। হাড্ডাহাড্ডি লড়াই হবে জেলায় জেলায়। তবে শেষপর্যন্ত কোন জেলা ট্রফি হাতে ফিরবেন! তা জানার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দাদাগিরি অনুরাগীদের।

তবে দাদাগিরির এই সিজন শেষ হয়ে যাচ্ছে, মন ভারাক্রান্ত অনুরাগীদের। মনখারাপ দাদারও। তবে দাদাগিরির সিজন ১০ কবে আসবে! সেই প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। তার কথায়, সবেমাত্র শেষ হল এই সিজন। সকলেই ক্লান্ত। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরে আবারও উঠে পরে কাজে লাগবেন সকলে। তবে তিনি কথায় কথায় এটুকু বুঝিয়ে দিয়েছেন, ফাইনাল এপিসোডে দর্শকদের জন্য একাধিক চমক অপেক্ষা করে রয়েছে।

About Author