Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমালোচনার মুখে শ্রীলেখা মিত্র, তার অপরাধ কিছু নিরীহ প্রাণীর প্রাণ বাঁচানোর চেষ্টা

কেয়া সেন : "জীবে প্রেম করে যে জন, সে জন সেবীচে ঈশ্বর" আর পাঁচ জনের মতো শ্রীলেখাও এই কথা বিশ্বাস করেন। তবে ২০১৯ শে দাঁড়িয়ে এই বিশ্বাসের জন্যই, সমাজের তথাকথিত…

Avatar

কেয়া সেন : “জীবে প্রেম করে যে জন, সে জন সেবীচে ঈশ্বর” আর পাঁচ জনের মতো শ্রীলেখাও এই কথা বিশ্বাস করেন। তবে ২০১৯ শে দাঁড়িয়ে এই বিশ্বাসের জন্যই, সমাজের তথাকথিত স্মার্ট (মান আর হুশ হারানো) মানুষদের সমালোচনার মুখে টলিউডের অভিনেত্রী। কয়েকমাস আগেই বেহালায়, নিজের নতুন বাড়িতে সংসার পেতেছেন তারকা।

সমালোচনার মুখে শ্রীলেখা মিত্র, তার অপরাধ কিছু নিরীহ প্রাণীর প্রাণ বাঁচানোর চেষ্টা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এত পর্যন্ত সব ঠিকই ছিল। তবে সমস্যা সৃষ্টি করলো শ্রীলেখা ও তার মেয়ের পশুপ্রেম আর রাস্তার এক কুকুর ও তার সদ্যোজাত ছানারা। চোখ না ফোঁটায় গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল ২টি ছানা, তাদের অসহায় অবস্থা দেখে, নিজেদের বিলাসবহুল কমপ্লেক্সের ভিতরে ওই মা ও সন্তানদের আশ্রয় দেন অভিনেত্রীর মেয়ে। কাউকে বিরক্ত না করে শ্রীলেখা নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন এই পশু গুলোর খাওয়া দাওয়ার দায়িত্ব।

সমালোচনার মুখে শ্রীলেখা মিত্র, তার অপরাধ কিছু নিরীহ প্রাণীর প্রাণ বাঁচানোর চেষ্টা

কিন্তু ওই যে বলে “কারো পৌষ মাস তো কার ও সর্বনাশ”। রাস্তায় পরে থাকা প্রাণী গুলো আশ্রয় পেলো ,তবে কমপ্লেক্সের অনন্য শিক্ষিত-আধুনিক আবাসিকদের কটূক্তির মুখে সেই মুহূর্তে পড়লেন পশুপ্রেমী অভিনেত্রী…

সমালোচনার মুখে শ্রীলেখা মিত্র, তার অপরাধ কিছু নিরীহ প্রাণীর প্রাণ বাঁচানোর চেষ্টা

এহেন অবস্থায় সকলের কাছে শ্রীলেখার প্রশ্ন “তবে কি মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ একটুও বেঁচে নেই#?

About Author