ইউভান চক্রবর্তী! বয়স মাত্র ১বছর! মাথা ভর্তি একরাশ কোঁকড়ানো চুল, মিষ্টি হাসি দিয়ে সকলের মনে রাজ করছে এই একরত্তি। ধীরে ধীরে বড় হয়ে উঠছে রাজশ্রীদ একরত্তি। যদিও এই খুদের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী নেটদুনিয়া। সেই একদিনের ছেলের জন্মের পর প্রথম ভিডিও রাজ যখন হাসপাতাল থেকে শেয়ার করেছিলেন, তখনই সকলের মন কেড়ে নিয়েছিল। ইউভানের বসতে শেখা, দাঁড়ানো, প্রথম বাবা ডাক আম খাওয়া, প্রথম ঘোরা থেকে শুরু করে প্রথম জন্মদিন, রাজ-শুভশ্রী নানা ছোটবড় মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সকল অনুরাগীদের সঙ্গে। আর সকলে তা তারিয়ে তারিয়ে উপভোগ করেছে।
আর এবারে ইউভানের গোটা দুর্গাপুজো ছিল ভারী মজার। পুজোর চারদিন এই খুদে নিজের মতো করে উপভোগ করছে। কখনো মায়ের কোলে দুর্গা ঠাকুরের পরিবারের সাথে আলাপচারিতা সারছে তো কখনো নিজেই ছোট্ট ছোট্ট হাত দিয়ে ঢাক বাজাচ্ছে। ইউভানই এবারে পুজোর মূল আকর্ষণ। একেক দিন সুন্দর করে সেজে সকলের সামনে আসছেন। একদিকে দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসন আরবানাতে দুর্গাপুজো হচ্ছে তো একদিকে নিউটাউনে মাসির বাড়ির অউজো। ডবল আনন্দ ছোট্টুর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এই বছর মাসির বাড়ির পুজোতে বেশ আনন্দেই দিন কাটছে এই স্টারকিডের। নবমীর দিন বাবা রাজ চক্রবর্তীর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিউ লুকে তাক লাগালেন সিম্বা মশাই। এই দিন নকশা করা গোলাপি রঙের পাঞ্জাবি, সঙ্গে আবার রেডিমেড ধুতি ব্যস এতেই সাজ সম্পূর্ণ। এই লুকেই নবমীতে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন রাজশ্রীর একমাত্র ছেলে ইউভান চক্রবর্তী।
এখানেই শেষ নয়, দুপুর হতেই আরো এক বড় চমক দিল ছোট্টু ইউভান। বাবার পরিচালনা আর মায়ের অভিনীত ছবির গানে নাচতেও দেখা গেল তাঁকে। দেখে মনে হবে যেন পাক্কা পেশাদার। ছেলের এই নাচের ভিডিও শেয়ার করেছেন রাজ নিজে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, শুভশ্রী ও দেব অভিনীত ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির ঢাকের তাল গানটি দেখতে দেখতে নিজের নাচছে ইউভান। তাঁর নাচ দেখে মুগ্ধ গর্বিত শুভশ্রী। ছেলের কীর্তি দেখে হাততালিতে ভরিয়ে দিলেন। বসে বসেই নাচের তালে ছেলেকে সঙ্গও দিলেন রাজ-ঘরণী। এরপর অনুগামীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। আদরে উপচে পড়েছে রাজ-পুত্রের জন্য। নিমেষে ভাইরাল হয় এই নাচের ভিডিও।