আয়ের পাশাপাশি যদি সঠিক ভাবে সঞ্চয় করা না হয় তাহলে ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তাই যায় করার পাশাপাশি সঠিক উপায়ে সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের জন্য অনেকেই অনেকরকম প্ল্যানে টাকা বিনিয়োগ করেন। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প আছে যেগুলোতে বিনিয়োগ করলে অবসরের পর বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নে পাওয়া যায়।
এমনই একটি প্রকল্প হলো ন্যাশনাল পেনশন স্কিম। ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমানো যায় এই স্কীমে। এখন আপনার বয়স যদি ৩০ বছর হয়, তাহলে আপনি আরও ৩০ বছর পর্যন্ত এই স্কীমে টাকা জমাতে পারবেন। মাসে ৪১৬৭ টাকা করে অর্থাৎ বছরে ৫০ হাজার টাকা সঞ্চয় করেন এবং এই সঞ্চয়ের উপর যদি ১০% সুদ পান তবে ৩০ বছর পরে আপনার সঞ্চয়ের পরিমান হবে ৯৪ লক্ষ টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, তোলা যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা
৩০ বছর পর এই টাকার ৬০% তুলে নেওয়া যায়। সেই সুবিধাও কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে দিচ্ছে। অর্থাৎ ৩০ বছর পর ৬০% তুলে নিলে আপনার সঞ্চয় থেকে তোলা হলো ৫৭ লক্ষ টাকা। তখনও আপনার সঞ্চয় হিসেবে ৩৭ লক্ষ টাকা থাকবে, যেখান থেকে আপনি সহজেই প্রতি মাসে ১৯,০০০ টাকা পেনশন পেতে পারেন। তাহলে আজই বিনিয়োগ করুন কেন্দ্রীয় সরকারের এই সঞ্চয় প্রকল্পে।