বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের। তবে সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় রাজ করছে সবচেয়ে সাহসী একটি ওয়েব সিরিজ।
এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে একটি জনপ্রিয় অ্যাপ হল Ullu। এতে প্রায় রিলিজ করে নতুন নতুন ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজের গল্প দেখে বাস্তবিকতার সাথে কোনো মিল পাবেন না। এই ওয়েব সিরিজগুলিতে মুহূর্তে মুহূর্তে রয়েছে বেডসিন ও পরকিয়া সম্পর্কে ভরপুর রগরগে যৌনতা। সম্প্রতি এই Ullu অ্যাপে একটি নতুন ওয়েব সিরিজ রিলিজ করেছে যা দেখে রাতের ঘুম হারাম হতে পারে আপনার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowUllu অ্যাপে রিলিজ করতে চলেছে ‘কিটি পার্টি‘ নামক একটি ওয়েব সিরিজ। এর ট্রেলার বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। ট্রেলার থেকে জানা যায়, কিটি পার্টিতে কয়েকজন বান্ধবী একসাথে পুলে বসে ব্যক্তিগত জীবনের গোপনতম আলোচনা করতে শুরু করেন। বিবাহিত জীবনে সুখী না হওয়ায় পরকীয়া সম্পর্কে পা দিয়েছেন তারা কখনো না কখনো। আর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে গিয়ে সবাই সবার জীবনের পরকীয়া অভিজ্ঞতার গল্প শেয়ার করেন। এই ওয়েব সিরিজে প্রতিমুহূর্তে আছে রগরগে যৌনতামাখা বেডসিন। আগামী ১৯ ডিসেম্বর Ullu অ্যাপে রিলিজ করবে এই ওয়েব সিরিজ। এখনও ১১ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন এই ট্রেলার। আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।