এবার করোনা সংক্রমণে উত্তরবঙ্গে উত্তরোত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগেও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে করোনা আক্রান্তের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। সেখানে গত ১৫ দিনে লাফিয়ে বাড়ছে সংখ্যা। যার ফলে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে চিকিৎসক মহল।
আলিপুরদুয়ার ও কোচবিহারে ১৫ দিন আগেও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না একজনও। কিন্তু সম্প্রতি দেওয়া স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে ৩৮ জন ও কোচবিহারে ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৭শে মে উত্তরবঙ্গের আট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এবং মোট ১৫ দিনে আক্রান্ত ছাড়িয়েছে ৭০০। যা চিকিৎসক মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগত একমাসে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাগুলির চিত্র আমূল পরিবর্তন ঘটেছে। গত ১০ই মে মোট ৩১ জন এই জেলাগুলিতে আক্রান্ত থাকলেও এখন তা বেড়ে হয়েছে ৯৯৫। মৃত্যু হয়েছে ৪ জনের।