Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হায়দরাবাদে গেরুয়া হাওয়া, ধাক্কা খেল টিআরএস

তেলেঙ্গানা: অবিজেপিশাসিত রাজ্যগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। যেসব রাজ্যের সরকার বিজেপি নয়, সেসব রাজ্যে নিজেদের সরকার গড়ার পথে এগোচ্ছে বিজেপি। আগামী বছর এ রাজ্যে বিধানসভা…

Avatar

তেলেঙ্গানা: অবিজেপিশাসিত রাজ্যগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। যেসব রাজ্যের সরকার বিজেপি নয়, সেসব রাজ্যে নিজেদের সরকার গড়ার পথে এগোচ্ছে বিজেপি। আগামী বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই রণকৌশল সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। অন্যদিকে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদে পুরনিগম নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করার পথে একধাপ এগিয়ে গেল গেরুয়া শিবির। হায়দরাবাদ পুরসভা নির্বাচনে ‘হিন্দুত্ব’ ও উন্নয়নকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তার ফলেই ভোটে ফলপ্রকাশের পর খুশির হাওয়া গেরুয়া শিবিরে। জোর ধাক্কা খেল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস। ম্যাজিক ফিগার ৭৬টি আসন। তার কাছাকাছি পৌঁছতে পারল না কেউই।

হায়দরাবাদ পুরসভায় ১৫০টি আসনের মধ্যে ১৪৯টির ফল প্রকাশ হয়েছে। একটি কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে সমস্যা হওয়ায় স্থগিত করা হয় ভোটগণনা। ১৪৯টির মধ্যে ৪৮টিতে জিতেছে বিজেপি। বলা ভাল ৪৮টি আসনে জিতে টিআরএসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির। কারণ, তারা পেয়েছে ৫৫টি আসন। যেখানে ২০১৬ সালে আসন সংখ্যা ছিল ৮৮টি, সেখানে টিআরএসের কাছে এটা বড় ধাক্কা। এদিকে মিম পেয়েছে ৪৪টি আসন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গতবার বিজেপির আসন সংখ্যা ছিল মাত্র ৪। সেখান থেকে এই উত্থান নৈতিক জয় হিসেবে দেখছে নেতৃত্ব। বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব টিআরএসকে ধাক্কা দেওয়ার পর বলেন, ‘টিআরএসের বিকল্প একমাত্র বিজেপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নে ভরসা রাখছেন সাধারণ মানুষ।’

রোহিঙ্গা, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের এ দেশে অনুপ্রবেশ, হিন্দুত্ববাদ এ সকল ইস্যুকেই হাতিয়ার করে প্রচারে নেমেছিল বিজেপি। এমনকি প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার ফলে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে হায়দরাবাদে সাফল্য এসেছে গেরুয়া শিবিরের, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়ন রাজনীতির ওপরে ভরসা রেখেছে মানুষ। ধন্যবাদ সকলকে।’ এখন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপির এই হাওয়া বজায় থাকে কিনা, সেটাই দেখার।

About Author