শ্রেয়া চ্যাটার্জি – হিন্দু ধর্মে দেবী দশটি বিশেষ রূপে পূজিত হন। তাকে একত্রে দশমহাবিদ্যা বলা হয়। দেবীর এই রূপ গুলির মধ্যে একদিকে যেমন রয়েছে, ভয়ংকর ভয়াল দেবী মূর্তি। অন্যদিকে রয়েছেন অপরূপ সুন্দরী দেবী প্রতিমা।
দশমহাবিদ্যায় দেবীরা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, কমলাকামিনী। দুর্গা, কামাখ্যা এবং অন্নপূর্ণার মহাবিদ্যা রূপ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশাক্তধর্মের ইতিহাসে মহাবিদ্যা ধারণার বিকাশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ধারণার শাক্তধর্মের ভক্তিবাদের সূচনা ঘটায়। মহাবিদ্যা কথাটি মূলত সংস্কৃত শব্দ। সংস্কৃত মহা অর্থাৎ মহৎ, বিদ্যা অর্থাৎ প্রকাশ জ্ঞান ইত্যাদি। শব্দ দুটি একত্রে মহাবিদ্যা। শাক্তরা বিশ্বাস করেন, “একই সত্য দশটি ভিন্ন রূপে প্রকাশিত নিদৃষ্ট পূজিত হয়ে থাকেন।” এই দশটি রূপই হল দশমহাবিদ্যা।