Today Trending Newsদেশনিউজ

২০২০ এর প্রথম মিশন, সফল উৎক্ষেপণ ভারতের স্যাটেলাইট GSAT-30

Advertisement
Advertisement

জি স্যাট ৩০, ভারতের সর্বাধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। যা শুক্রবার ফ্রান্সের গায়ানার স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এই সুখবর জানিয়ে বলা হয়, জি স্যাট ৩০ হল আরিয়েন স্পেসের দ্বারা চালু হওয়া ২৪ তম ভারতীয় জিওসিনক্রোনাস উপগ্রহ। ইসরো সূত্রে খবর, মহাকাশ যান আরিয়েন ৫ ভিএ ২৫১ ভারতের জি স্যাট ৩০ ও ইউটেলস্যাট কনেক্ট নিয়ে ভারতীয় সময় রাত ২ টা ৩৫ এ মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়।

Advertisement
Advertisement

এই নতুন জি স্যাট -৩০ স্যাটেলাইটটি থেকে যে সুবিধা গুলো পাওয়া যাবে – এটি ডিটিএইচ টেলিভিশন পরিষেবা, এটিএম, স্টক এক্সচেঞ্জ, টেলিভিশন আপলিংকিং এবং টেলিপোর্ট সার্ভিসেস, ডিজিটাল স্যাটেলাইট নিউজ গ্যাথারিং (ডিএসএনজি) এবং ই-গভর্নমেন্ট অ্যাপ্লিকেশনগুলির জন্য ভি স্যাট সংযোগ প্রদান করবে। স্যাটেলাইটটি নতুন টেলিযোগযোগ অ্যাপ্লিকেশনগুলির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Advertisement

আরও পড়ুন : পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে, ভেঙতে চলেছে ১৫০ বছরের রেকর্ড

Advertisement
Advertisement

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ প্রসঙ্গে ইসরো চেয়ারম্যান ড. কে সিভান বলেন, ‘জি স্যাট -৩০ এর নমনীয় ফ্রিকোয়েন্সি বিভাগ এবং নমনীয় কভারেজ সরবরাহের একটি অনন্য কনফিগারেশন রয়েছে। উপগ্রহটি কু-ব্যান্ডের মাধ্যমে ভারতীয় মূল ভূখণ্ড এবং দ্বীপপুঞ্জের যোগাযোগের পরিষেবা প্রদান করবে এবং উপসাগরীয় দেশগুলি, বিরাট সংখ্যক এশিয়ার দেশ ও অস্ট্রেলিয়াকে সি-ব্যান্ডের আওতাভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

Advertisement

Related Articles

Back to top button