আন্তর্জাতিকনিউজ

ভয়াবহ দাবানল অস্ট্রেলিয়ার বনভূমিতে, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি

Advertisement
Advertisement

অস্ট্রেলিয়া : কিছু মাস আগে পৃথিবীর অক্সিজেন অর্থাৎ আমাজনের জঙ্গলে দাবানলের সৃষ্টি হয়েছিল, যার ফলে বিভিন্ন প্রজাতির পশুপাখির মৃত্যু হয়েছিল, ও বিশাল পরিমাণ বনভূমি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। আমাজনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল অস্ট্রেলিয়ায়।

Advertisement
Advertisement

বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকাল। অস্ট্রেলিয়াতে গ্রীষ্মকালে ভয়ঙ্কর গরম পড়ে এবং গরম মাত্রাতিরিক্ত বেশি হলেই সেখানকার বনভূমিতে সৃষ্টি হয় দাবানলের। জানা গেছে যে মাত্রাতিরিক্ত গরমের আগেই অস্ট্রেলিয়ার বনভূমিতে সৃষ্টি হয়েছে দাবানলের। যার জেরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

Advertisement

চরম গ্রীষ্মকাল পড়ার আগেই জ্বলতে শুরু করেছে নিউ সাউথ ওয়েলসের বনভূমি। ইতিমধ্যে জানা গিয়েছে যে দাবানলের ফলে ৫ জনের মৃত্যু হয়েছে। সুত্রে খবর, প্রায় ১৫০টির বেশি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। যার ফলে কয়েক হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে প্রায় দেড় হাজার দমকলকর্মী ও উদ্ধারকারীর দল পাঠানো হয়েছে ওই এলাকায়।

Advertisement
Advertisement

মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে চলে গিয়েছে। সাধারন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে প্রায় ৬০০ টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে অস্ট্রেলিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আসছে নিউজিল্যান্ডের ফায়ার সার্ভিস অফিসাররা। এসএসডব্লিউ এর মুখ্যমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান বলেছেন, সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে, পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত হতে হবে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button