Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian cricketer: রাহুলের পাশাপাশি ‘বলিউডে শ্বশুরবাড়ি’ বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

ভারতীয় ক্রিকেটাররা আদিকাল থেকে একাধিক বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। ঊনবিংশ শতক হোক কিংবা বিংশ শতক, বারবার বলি সুন্দরীদের রূপে মোহিত হয়ে তাদের কাছে ফিরেছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার।…

Avatar

ভারতীয় ক্রিকেটাররা আদিকাল থেকে একাধিক বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়েছেন। ঊনবিংশ শতক হোক কিংবা বিংশ শতক, বারবার বলি সুন্দরীদের রূপে মোহিত হয়ে তাদের কাছে ফিরেছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার। চলুন আজ জেনে নেওয়া যাক ভারতের এমন কয়েকজন তারকা ক্রিকেটার সম্পর্কে যারা বলিউডের নামকরা অভিনেত্রীকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন-

১. কে এল রাহুল: গতকাল বলিউড অভিনেতা সুনীল শেঠির একমাত্র কন্যা আথিয়া শেঠির সাথে সাত পাকে বাঁধা পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার কে এল রাহুল। তবে বিয়ের পিঁড়িতে বসার পূর্বে বিগত কয়েক বছর ধরে একে অন্যের সাথে ডেট করেছে এই জুটি। অবশেষে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়ে আথিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কে এল রাহুল।
Indian cricketer: রাহুলের পাশাপাশি 'বলিউডে শ্বশুরবাড়ি' বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২. বিরাট কোহলি: ক্রিকেটের কথা যখন উঠবে তখন বারবার ফিরে আসবে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলির নাম। রান মেশিন বিরাট কোহলি ২০১৬ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তার আগে দীর্ঘ কয়েক বছর ধরে অনুষ্কা-কোহলির সম্পর্ক নিয়ে রীতিমতো উত্তপ্ত ছিল সোশ্যাল মিডিয়া। বর্তমানে ভামিকা নামে এক কন্যা সন্তান রয়েছে তারকা জুটির।
Indian cricketer: রাহুলের পাশাপাশি 'বলিউডে শ্বশুরবাড়ি' বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

৩. যুবরাজ সিং: ভারতের ক্যান্সার জয়ী ক্রিকেটার তথা ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংও নাম লিখিয়েছেন এই তালিকায়। তিনি ২০১৬ সালে হ্যাজেল কিসকে বিয়ে করেছিলেন। বডিগার্ড ও বিল্লার মতো সিনেমায় অভিনয় করেছেন যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল।
Indian cricketer: রাহুলের পাশাপাশি 'বলিউডে শ্বশুরবাড়ি' বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

৪. জাহির খান: ভারতীয় ক্রিকেটার ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাগরিকা। ২০১৭ সালের নভেম্বরে, জাহির খান বলিউডের সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন।
Indian cricketer: রাহুলের পাশাপাশি 'বলিউডে শ্বশুরবাড়ি' বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

৫. হার্দিক পান্ডিয়া: ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশার সৌন্দর্যে ক্লিনবোল্ড হয়নি এমন পুরুষের সংখ্যা নগণ্য। ২০২০ সালে সার্বিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রীকে বিয়ে করেন তিনি। দুজনেরই অগস্ত্য নামে একটি ছেলে রয়েছে। নাতাশা সত্যাগ্রহ ও অ্যাকশন জ্যাকসন ছবিতে অভিনয় করেছেন।
Indian cricketer: রাহুলের পাশাপাশি 'বলিউডে শ্বশুরবাড়ি' বানিয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার, চমকপ্রদ সমীক্ষা

About Author