Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলা বিধানসভার ৯০ টি আসনের ডিসাইডিং ফ্যাক্টর সংখ্যালঘু মুসলিমরা, চরম বিপাকে বিজেপি

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। সবাই জোরকদমে প্রচার করতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই বারবার প্রশ্ন উঠছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কোন রাজনৈতিক দলের…

Avatar

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলগুলি। সবাই জোরকদমে প্রচার করতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই বারবার প্রশ্ন উঠছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কোন রাজনৈতিক দলের সাথ দেবে? দেশের প্রত্যেকটি রাজ্যে প্রায় মুসলিম ভোট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনভাবেই বাংলার ক্ষেত্রেও সংখ্যালঘু মুসলিম ভোট ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে।

বঙ্গে ২৮ শতাংশ সংখ্যালঘু ভোট আছে। সেই ভোট টানতে মরিয়া সবকটি রাজনৈতিক দল। এই ৯০ টি বিধানসভা আসন ভাগ্য নির্ধারণ করবে যে বাংলায় ভবিষ্যতে কে শাসন করবে। যদিও বিজেপির সংখ্যালঘু ভোট টানার কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র বাম কংগ্রেস জোট এবং তৃণমূল সংখ্যালঘু মুসলিম ভোট পাওয়ার উদ্দেশ্যে লাফিয়ে পড়বে। যদিও বা মিম বাংলায় নির্বাচনে অংশগ্রহণ করলে সেই হিসাব পাল্টে যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলা বিধানসভায় মোট ২৯৪ টি আসন আছে। তারমধ্যে ৯০ টি আসনে ডিসাইডিং ফ্যাক্টর সংখ্যালঘু মুসলিম ভোট। এর আগে নির্বাচনে দেখা গিয়েছে যে মুসলিম ভোট বেশিরভাগ তৃণমূলের দখলে ছিল। মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট কিছুটা হলেও কংগ্রেসের হলেও বর্তমানে তা বিপক্ষ দলে চলে যাচ্ছে। এছাড়াও বঙ্গ রাজনীতিতে মিম এলে তারা সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ নিজেদের দখলে নিয়ে নেবে। সেই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোটব্যাঙ্কের মানচিত্র বদলে যাবে।

About Author