বলিউডবিনোদন

Adipurush Record: ১৫ ঘন্টায় আদি পুরুষের ট্রেলার পেরিয়েছে ৫৭ মিলিয়নের গণ্ডি, ভেঙেছে ‘আরআরআর’এর রেকর্ডও

×
Advertisement

খুব শীঘ্রই একেবারে ভিন্ন রূপে পর্দায় ফিরতে চলেছেন কৃতি স্যানন। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’এর সূত্র ধরেই ফিরছে ‘রামায়ণ’। ছবিতে মা জানকির চরিত্রেই দেখা মিলবে তার। তার বিপরীতে রাঘব অর্থাৎ রামচন্দ্রের চরিত্রে থাকবেন প্রভাস। কয়েকদিন আগে আসন্ন এই ছবির মোশান পোস্টার মুক্তি পেতেই শোরগোল পড়েছিল নেটপাড়ায়। অভিনেত্রীর চোখে মা জানকির ব্যথা অনুভব করেছিলেন দর্শকরাও। আপাতত, ‘আরআরআর’এর রেকর্ড ভাঙতেই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে।

Advertisements
Advertisement

‘আদিপুরুষ’এর মোশান পোস্টার মুক্তির দিন হিসাবে বেছে নেওয়া হয়েছিল সীতা নবমীর দিনটিকেই। রামায়ণের গল্প অবলম্বনেই তৈরি হয়েছে ‘আদিপুরুষ’। ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাসকে মানানসই গেরুয়া বসনে তীর ধনুক নিয়েই দেখা যাবে, তা অবশ্য পোস্টারে তার লুক থেকেই স্পষ্ট। উল্লেখ্য, এই ছবিতে রাবনের ভূমিকায় থাকবেন সাইফ আলি খান। আপাতত, সকলের সমস্ত লুকই সামনে এসেছে ছবির ট্রেলারে। গড়েছে রেকর্ড।

Advertisements

Advertisements
Advertisement

টি-সিরিজের ব্যানারেই মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’এর ট্রেলার। মুক্তি পাওয়ার পরেই রেকর্ড ভেঙেছে আরআরআরের। জানা গেছে, ট্রেলার মুক্তির ১৫ ঘন্টার মধ্যেই ‘আদিপুরুষ’এর ভিউজ গণ্ডি পেরিয়েছে ৫৭ মিলিয়নের (৫৭.২০ মিলিয়ন)। যেখানে আরআরআর ২৪ ঘন্টায় ৫১ মিলিয়নের গণ্ডি ছুঁয়েছিল। ৬০০ কোটির বড় বাজেটেই নির্মিত হয়েছে ‘আদিপুরুষ’। আর সেক্ষেত্রে এই ছবিকে নির্ধারিত অঙ্কের থেকেও বেশি ব্যবসা করতে হবে বক্সঅফিসে।

উল্লেখ্য, আগামী ১৬’ই জুন বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। আসন্ন ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষাতে মুক্তি পেতে চলেছে। থ্রিডি এফেক্টেও দেখা যাবে ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সূত্র, রাজেশ নায়ার। আপাতত, মোশান পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন ছবির কলাকুশলীদের পাশাপাশি সিনেমা প্রেমীরাও।

Related Articles

Back to top button