কাশ্মীর নিয়ে বিতর্ক আবার মাথাচাড়া দিল। আবারও পাকিস্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিল চিন। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এদিন বলেন, ‘কাশ্মীর সমস্যার সমাধান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ও ভারত-পাক দ্বিপাক্ষিক চুক্তি মেনেই হওয়া উচিত। স্থিতাবস্থা পরিবর্তনকারী এমন কোনও সিদ্ধান্ত কোন পক্ষেরই একতরফাভাবে নেওয়া উচিত নয়।’
বরাবরের বন্ধুরাষ্ট্র চিনের কাছ থেকে এমন সমর্থন পাওয়ার পরই ভারতের বিরুদ্ধে তোপ দাগেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইমরান ভারতকে হুমকি দিয়ে বলেন, ‘দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে যে কোনও কিছুই ঘটতে পারে। পড়শি দেশের থেকে সাত গুন ছোট বলেই আমাদের কাছে দুটো বিকল্প রয়েছে। হয় আমাদের আত্মসমর্পণ করতে হবে নয়তো স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করতে হবে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে ভারতকে কোন ভাবে ছেড়ে দিতে রাজি নয় পাকিস্তান সে কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা লড়াই করব। আর পরমাণুশক্তিধর রাষ্ট্র যখন জীবনমরণ লড়াই করে তখন তার ফল সীমা ছাড়িয়ে যেতে পারে।’ তবে পাকিস্তান ও চিনের এদিনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থানকে সাম্প্রতিক ভারত-মার্কিন সুসম্পর্কের জবাব বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।