Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঋণ নেওয়ায় রেকর্ড গড়ল ইমরান খান! উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

বিনোদ পাল : ইমরান খানের শাসনকালের প্রথম বছরেই পাকিস্তান পড়েছে এক বিপুল পরিমাণে আর্থিক সংকটে। আর এ দিকে পাকিস্তানের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন দাবি তুলেছে দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ ইমরান…

Avatar

বিনোদ পাল : ইমরান খানের শাসনকালের প্রথম বছরেই পাকিস্তান পড়েছে এক বিপুল পরিমাণে আর্থিক সংকটে। আর এ দিকে পাকিস্তানের সবচেয়ে বড় ধর্মীয় সংগঠন দাবি তুলেছে দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ ইমরান খান। তাঁরা বলেছে ওই পদে বসে থাকার কোনও যোগ্যতাই তার নেই। যে এক বছর ক্ষমতায় রয়েছে ইমরান খানের তেহরিক ই ইনসাফ, সেই গোটা বছর ধরেই অর্থসংকটে ভুগছে পাকিস্তান। এমনকি তাঁরা এ ও বলেছে যে এই সরকার জালিয়াতি করে ক্ষমতায় এসেছে। এখনো অবধি ৩০০০ বিলিয়নের ঋনের বোঝা চেপেছে পাকিস্তান সরকারের ঘাড়ে।

এই প্রথমবার ইসলামাবাদ এক বিশাল সংকটের সম্মুখীন হয়েছে।তবে এর আগে এমনটা কোনোদিন ও হয়নি যে পাকিস্তানকে অন্যের কাছে হাত পাততে হয়েছে ঠিক এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক মহল।মাত্র এক বছরেই পাকিস্তানি মুদ্রায় ৭৫০৯ বিলিয়নের মন্দা তৈরি করেছে ইমরান খান সরকার। স্টেট ব্যাংক অফ পাকিস্তানকে উদ্ধৃত করে পাক মিডিয়া জানিয়েছে ২০১৮ সালের অগাষ্ট থেকে ২০১৯ সালের অগাস্ট পর্যন্ত ২৮০৪ বিলিয়ন ধার করা হয়েছে বাইরের দেশগুলি থেকে। আবার ৪৭০৫ বিলিয়ন ধার করেছে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রগুলি থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমনকি,মার্কিন অনুদান ও বন্ধ হওয়ায় আরো গভীর সমস্যায় পড়েছে ইসলামাবাদ।২০১০ সালে পাকিস্তান এনহ্যান্সড পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পেপা চুক্তির ভিত্তিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর্থিক অনুদান লাভ করত পাকিস্তান। ইমরান খানের মার্কিন সফরে আসার তিন সপ্তাহ আগে ইমরান খানকে এই অনুদান কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন।

About Author