Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপ্রতিরোধ্য স্পেন!

সুরজিৎ দাস: থামানো যাচ্ছে না স্পানিশ আর্মাডা দের ব্যাক টু ব্যাক ষষ্ঠ জয় পেয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব জমিয়ে দিলো লাল-হলুদ আর্মাডারা। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৪-০…

Avatar

সুরজিৎ দাস: থামানো যাচ্ছে না স্পানিশ আর্মাডা দের ব্যাক টু ব্যাক ষষ্ঠ জয় পেয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব জমিয়ে দিলো লাল-হলুদ আর্মাডারা। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘এফ’ গ্রুপের ম্যাচে ফারো আইল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে স্পেন।ম্যাচের ১৩ মিনিটে মিকেলের পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে রদ্রিগো মোরেনোর গোল করলে লিড পায় নিজেদের ঘরের মাঠে খেলা স্পেন। বিরতির পর ৫০ মিনিটের মাথায় থিয়াগো আলকান্তারার পাসে বল আদায় করে রদ্রিগো আবারো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৮৯ মিনিটে আলকান্তারার পাসে বল পেয়ে পাকো আলকাসের তৃতীয় গোলটি করেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে আলকাসের হেডে বল জালে জড়ালে ফারো আইল্যান্ডসের বিপক্ষে ৪ গোল সম্পূর্ণ করে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপের আরেক ম্যাচে নরওয়ের সঙ্গে ১-১ ড্র করে ‘এফ’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইডেন। মাল্টাকে ১-০ গোলে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রোমানিয়া। তাই এই নতুন স্পেন তরুণ স্পেন কে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন স্পানিশ ভক্তরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author