Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Durga Puja Weather Forecast: তৃতীয়াতে ঘনাচ্ছে নিম্নচাপ! বোধনের আগে ভারী বৃষ্টি এই জেলগুলোতে, কেমন থাকবে পুজোর আবহাওয়া?

পূজার মুখে ফের ঘনীভূত বৃষ্টির আশঙ্কা। এবছরের পুজোতে রোদ ঝলমলে শারদ আনন্দের আশা খুবই ফিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে শুক্রবার থেকে আবারো নিম্নচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে।…

Avatar

পূজার মুখে ফের ঘনীভূত বৃষ্টির আশঙ্কা। এবছরের পুজোতে রোদ ঝলমলে শারদ আনন্দের আশা খুবই ফিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে শুক্রবার থেকে আবারো নিম্নচাপ সৃষ্টি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে, তৃতীয়ার দিন থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশের এই ঘূর্ণাবর্ত্য থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং তার আশেপাশের অঞ্চলে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে, যার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা

উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী দুই থেকে তিনদিন পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের প্রত্যেকটি জেলায় শুক্রবার এবং শনিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগণায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিংপং এ ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার। তবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেমন থাকবে পুজোর আবহাওয়া?

পুজোর সময় এবারে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূজার মধ্যে দুই বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। মৃদু সম্ভাবনা রয়েছে কয়েক জায়গাতে ভারী বৃষ্টিও হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকবে প্রচুর। তাই যদি বৃষ্টি নাও হয়, তবুও কিন্তু আদ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে।

About Author