নিউজরাজ্য

৪৫ মিনিটে জানা যাবে করোনা পরিক্ষার ফল, অভিনব মেশিন আবিষ্কার বাংলার যুবকদের

×
Advertisement

এই করোনার পরিস্থিতিতে দেশের প্রথম সারির কলেজগুলি একের পর এক ডায়াগনস্টিক প্রোডাক্ট এবং বৈধতা সহ আরও একগুচ্ছ নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। একটাই উদ্দেশ্য, গোটা দেশে এই করোনা পরিস্থিতির সময়ে ডাক্তার এবং সর্বোপরি হাসপাতালগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সম্প্রতি IIT, Kharagpur এর পক্ষ থেকে একটি নতুন প্রোডাক্ট ডেভেলপ করা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে COVIRAP। এই মেশিনের সাহায্যে খুব সহজে স্বল্প কিছু সময়ের মাঝেই করোনা পরিক্ষা করা যাবে। জানা গিয়েছে যে কেবল ৪৫ মিনিটের মধ্যে এই মেশিন জানিয়ে দেবে যে রোগীর দেহে করোনা আছে নাকি না।

Advertisements
Advertisement

স্বল্প কিছু সময়ে মার্কেটে যে সমস্ত করোনা টেস্টাএর সরঞ্জাম রয়েছে, তার মধ্যে সবচেয়ে দ্রুত এই COVIRAP ই এত দ্রুত টেস্ট করতে সক্ষম হবে। আগের বুধবার এই Covirap লঞ্চ করা হয়েছে IIT Kahargpur এর পক্ষ থেকে। সম্প্রতি IIT Kharagpur এর ডিরেক্টার প্রফেসর ভি কে তিওয়ারি বলেছেন,”Covirap এর বাণিজ্যিককরণের জন্য দেশের এবং বিশ্বের অন্যান্য স্থানে খুবই সস্তায় স্বাস্থ্যসেবা পণ্যগুলির তালিকায় চলে আসবে। এর সাথে দেশে তৈরি এই মেশিনবিশ্ববাজারে দেশকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবে।”

Advertisements

IIT এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেবল সোয়্যাব স্যাম্পেল সংগ্রহ করলেই COVIRAP করোনার টেস্ট করবে। আর সেই কারণেই মনে করা হচ্ছে যে দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ উর্ধ্বগগনে, তখন ব্যাপকভাবে করোনা টেস্ট করতে সাহায্য করবে Covid-১৯ টেস্ট করতে সাহায়ে করবে। নাজাল এবং ওরাল দুই ধরনের সোয়্যাব স্যাম্পেল নিয়েই করোনার টেস্ট করতে সক্ষম এই COVIRAP।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button